Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্পোরেশন লিমিটেড (সরলীকৃত চীনা: 中国 东方 航空公司; ঐতিহ্যবাহী চীনা: 中國 東方 航空公司, কথ্য পরিচিত 东航/東航) হলো একটি বিমান পরিবহন সংস্থা যার সদর দপ্তর চ্যাংনিং জেলা, সাংহাই, চীন এ সাংহাই হন্গকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর[2] এ তৈরী করা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বিল্ডিং এ অবস্থিত| এই বিমান পরিবহন সংস্থাটি আন্তর্জাতিক, দেশীয় এবং আঞ্চলিক রুট এ অপারেট করা একটি প্রধান চীনা বিমান পরিবহন সংস্থা| এর প্রধান হাব, সাংহাই পুদং আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাংহাই হন্গকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দর ও জি'আন জিয়ানইয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে এদের দ্বিতীয় পর্যায়ভুক্ত হাব ও অবস্থিত| যাত্রী সংখ্যার দিক থেকে দেখলে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চীন এর দ্বিতীয় বৃহত্তম বাহক| চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এবং তার সহায়ক সাংহাই এয়ারলাইন্স, ২০১১ সালের ২১ সে জুন, স্কাইটীম এর ১৪ তম সদস্য হয়|[3]
| |||||||
প্রতিষ্ঠাকাল | ২৫ জুন ১৯৮৮ | ||||||
---|---|---|---|---|---|---|---|
হাব |
| ||||||
গৌণ হাব |
| ||||||
ফোকাস শহর |
| ||||||
নিয়মিত যাত্রী প্রোগ্রাম | Eastern Miles | ||||||
জোট | SkyTeam | ||||||
অধীনস্ত কোম্পানি |
| ||||||
গন্তব্য | 248 | ||||||
প্রধান কোম্পানি |
| ||||||
প্রধান কার্যালয় | No. 2550 Hongqiao Rd, Shanghai | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি |
| ||||||
আয় | CN¥৮৫.২৫ billion (2012)[1] | ||||||
পরিচালন আয় | CN¥৪.২২৮ billion (2012)[1] | ||||||
নিট আয় | CN¥২.৮০৮ billion (2012)[1] | ||||||
=মোট সম্পদ | CN¥১২৩.৮২ billion (2012)[1] | ||||||
মোট ইক্যুইটি | CN¥২২.৯৩ billion (2012)[1] | ||||||
কর্মচারী | 80,000 (March, 2016) | ||||||
ওয়েবসাইট | ceair.com |
China Eastern Airlines | |||||||||||
সরলীকৃত চীনা | 中国东方航空公司 | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 中國東方航空公司 | ||||||||||
| |||||||||||
Abbreviation | |||||||||||
সরলীকৃত চীনা | 东航 | ||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 東航 | ||||||||||
|
২০১৪ সালে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, ৭৩% গড়ে লোড ফ্যাক্টর সঙ্গে ৮৩.০৮ মিলিয়ন দেশীয় এবং আন্তর্জাতিক যাত্রী বহন করে|[4]
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, সিএএসি হুয়াদং প্রশাসন অধীনে, ১৯৮৮ সালের জুন মাসের ২৫ তারিখ প্রতিষ্ঠিত হয়| ১৯৯৭ সালে, চায়না ইস্টার্ন অলাভজনক চীন জেনারেল এভিয়েশন এর উপর দখল করে এবং আন্তর্জাতিক বাজারে শেয়ারের অফার করা দেশের প্রথম বিমান সংস্থা হয়ে ওঠে| ১৯৯৮ সালে এটি সিওএসসিও'র সঙ্গে যৌথ উদ্যোগে চায়না কার্গো এয়ারলাইন্স প্রতিষ্ঠান করে| ২০০১ সালের মার্চ মাসে, এটি গ্রেট ওয়াল এয়ারলাইন্স কে টেকওভার করে| চায়না ইউনান এয়ারলাইন্স এবং চায়না নর্থওয়েস্ট এয়ারলাইন্স যুক্ত হয়ে ২০০৩ সালে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স তৈরি হয়|
চীনা সরকার এর চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর উপর অধিকাংশ মালিকানা পণ আছে (৬১.৬৪%) যদিও কিছু শেয়ার জনগনের খাতে আছে (এইচ শেয়ার - ৩২.১৯%; এ শেয়ার - ৬.১৭%)|
২০০৯ সালের জুন মাসের ১১ তারিখ এটা ঘোষণা করা হয় যে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, সাংহাই এয়ারলাইন্স এর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হবে|[5] ২০১০ সালে ফেব্রুয়ারি মাসে এদের সংযোজন সম্পন্ন হয়| সাংহাই এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর একটি পুরোপুরি মালিকানাধীন সহায়ক হয়ে ওঠে| তবে, সাংহাই এয়ারলাইন্স তার ব্র্যান্ড এবং পোশাক অপরিবর্তিত রাখে| নতুন সংযুক্ত বিমান সংস্থাটির, চীন এর আর্থিক হাব, সাংহাই এর শেয়ার মার্কেট এর অর্ধেকের বেশি আছে বলে আশা করা হয়েছিল|
২০১২ সালে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কে ডাব্লিউপিপি'র তরফ থেকে ৫০ টি সবচেয়ে মূল্যবান চীনা ব্র্যান্ডের একটি হিসাবে স্বীকৃতি দিয়ে, চীন ক্যাপিটাল মার্কেট বার্ষিক সম্মেলন ২০১২ তে "গোল্ডেন টিং পুরস্কার" প্রদান করা হয় এবং ২০১৩ সালে ফরচুন চীন এর সিএসআর এর পদমর্যাদা অনুযায়ী শীর্ষ দশ এর মধ্যে স্থান পায়|
২০১৪ সালের ৯ই সেপ্টেম্বর, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, নতুন লোগো এবং নতুন পোশাক চালু করে|
এই বিমান সংস্থা টি, ২০১৪ সালে তাদের মোট লাভের উপর ২৫% পতনের ঘোষণা করে তাদের ২০১৩ সালের মোট লাভ, ২.৩৮ বিলিয়ন চীনা ইউয়ান এর তুলনায়| তারা মন্তব্য করেছে যে কম খরচে বিমান থেকে কঠোর প্রতিযোগিতা এবং একটি সদ্য চালু উচ্চ গতির রেল নেটওয়ার্ক এর জন্য তাদের মুনাফা প্রভাবিত হযেছে|[6]
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর এশিয়া, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া রুটে একটি শক্তিশালী উপস্থিতি আছে| সাংহাই থেকে অন্যান্য চীনা শহরে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, গার্হস্থ্য বাজারে এই বিমান সংস্থা টির অবদান উল্লেখযোগ্য| এই বিমান সংস্থা টি এছাড়াও আন্তর্জাতিক গন্তব্যস্থলে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ এর গতি বাড়িয়েছে| ২০০৭ সালে এরা সাংহাই থেকে নিউ ইয়র্ক অবধি অপারেশন শুরু করে, যার ফলে এটা এয়ারলাইন এর জন্য দীর্ঘতম নন-স্টপ রুট হয়ে যায়| ২২ সে নভেম্বর, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, সাংহাই-ব্রিসবেন রুট এ সাপ্তাহিক ২ বার ঋতু ফ্লাইট শুরু করে কিন্তু এই ফ্লাইট ২০১০/১১ সালের সময় চলত না| পরিবর্তে, এই ক্যারিয়ার, কেয়ার্নস অবধি চার্টার প্লেন পরিচালনা করত| ২০১১ সালে অগাস্ট মাসের ৯ তারিখ, চায়না ইস্টার্ন, সাংহাই থেকে হনুলুলু অবধি সেবা শুরু করে যেটা মূলভূখন্ডের চীন এবং হাওয়াই এর মধ্যে প্রথম সরাসরি সেবা চিহ্নিত করে|[7][8]
জানুয়ারী ২০১৩'র হিসাবে, স্কাইটীম সদস্যদের পাশে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর সঙ্গে নিম্নলিখিত এয়ারলাইন্সের কোডশেয়ার চুক্তি আছে:
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স হলো প্রথম চীনা ক্যারিয়ার যারা এয়ারবাস থেকে অর্ডার বিমান অর্ডার করে| এদের বহরের শিরদাঁড়া হলো এ৩২০ সিরিজ যেটা প্রাথমিকভাবে তাদের গার্হস্থ্য ফ্লাইটে ব্যবহার করা হয়|
২০০৫ সালে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, ১৫ টা বোয়িং ৭৮৭ ড্রিমলায়নার্স এর আদেশ স্থাপন করে| এই বিমান সংস্থা পরবর্তীকালে কটানা বিলম্ব কারণে তার আদেশ বাতিল করে এবং পরিবর্তে বোয়িং ৭৩৭ পরবর্তী প্রজন্ম বিমান এর আদেশ স্থাপন করে| ২০১১ সালে ১৮ ই অক্টোবর, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, ১৫ টা এয়ারবাস এ৩৩০ বিমানের জন্য একটি আদেশ স্থাপন করে|
২০১২ সালে ২৭ এ এপ্রিল, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, বোয়িং মুলতুবি সরকার অনুমোদন থেকে ২০ টা বোয়িং ৭৭৭-৩০০ইআর এর অর্ডার করে|
Aircraft | In Service | Orders | Passengers | Notes | |||
---|---|---|---|---|---|---|---|
P | J | Y | Total | ||||
Airbus A319-100 | 31 | 3 | — | 8 | 114 | 122 | |
Airbus A320-200 | 155 | 75 | — | 8 | 150 | 158 | Largest operator of A320 Deliveries until 2017 |
Airbus A320neo | — | 70 | TBA | ||||
Airbus A320 family|Airbus A321-200 | 16 | — | — | 20 | 155 | 175 | |
10 | — | — | 12 | 166 | 178 | Ordered by Shanghai Airlines | |
14 | — | — | 12 | 170 | 182 | ||
Airbus A330|Airbus A330-200 | 5 | — | — | 24 | 240 | 264 | '332'; with angled lie-flat business class in 2-2-2 arrangement |
14 | — | — | 30 | 204 | 234 | '33E'; with lie-flat business class in 2-2-2 arrangement | |
7 | 4 | — | 30 | 202 | 212 | '33H'; with lie-flat business class in 1-2-1 arrangement | |
Airbus A330-300 | 14 | — | — | 38 | 262 | 300 | |
Airbus A340-600 | 4 | — | 8 | 42 | 272 | 322 | To be phased out by 2015.[10] |
Boeing 737 Classic|Boeing 737-300 | 16 | — | — | 8 | 126 | 134 | To be replaced by Airbus A320 family|A320 family and Boeing 737 Next Generation|737 NG |
— | 8 | 130 | 138 | ||||
Boeing 737 Next Generation|Boeing 737-700 | 48 | — | — | 8 | 126 | 134 | |
— | — | 140 | 140 | ||||
Boeing 737 Next Generation|Boeing 737-800 | 44 | 26 | — | 8 | 162 | 170 | |
— | 12 | 150 | 162 | ||||
Boeing 777-300ER | 5 | 15 | 6 | 52 | 258 | 316 | Replacing A340-600, first aircraft delivered on 26 September 2014 |
কোমাক এআরজে২১ | — | ২০ | TBA | ||||
Total | 383 | 213 |
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর ঘন ফ্লায়ার প্রোগ্রাম কে ইস্টার্ন মাইলস বলা হয়| চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর সহায়ক, সাংহাই এয়ারলাইন্স ও এই প্রোগ্রাম এর অংশ| এই প্রোগ্রাম এ বিনামূল্যে তালিকাভুক্তি হওয়া যায়| ইস্টার্ন মাইলস এর সদস্যরা ফ্লাইটের মাধ্যমে এবং চায়না ইস্টার্ন এর ক্রেডিট কার্ড দিয়ে খরচের মাধ্যমে মাইল পয়েন্ট উপার্জন করতে পারে| যথেষ্ট মাইল সংগ্রহ করলে, সদস্যদের ভিআইপি স্তরে আপগ্রেড করা যাবে| ভিআইপি সদস্যপদ, অতিরিক্ত তৈরী সেবা উপভোগ করতে পারে|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.