চামচিকা

স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চামচিকা

চামচিকা, নির্দিষ্টভাবে, ক্ষুদে চামচিকা (Pipistrellus coromandra) ভেসপার্টিলিওনিডি (সাধারণ বাদুড়) পরিবারের পিপিস্ট্রেল বাদুড়ের এক প্রজাতি। এদের আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কম্বোডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ডভিয়েতনামে পাওয়া যায়।[]

দ্রুত তথ্য চামচিকা, ক্ষুদে চামচিকা, সংরক্ষণ অবস্থা ...
বন্ধ

বর্ণনা

মাথা-শরীর বরাবর চামচিকা ৮–৯ সেমি (৩.১–৩.৫ ইঞ্চি) লম্বা হয়ে থাকে। হাত হয়  সেমি (১.২ ইঞ্চি)। ওজন হয়ে থাকে ৯ থেকে ১৩ গ্রাম (০.৩২ থেকে ০.৪৬ আউন্স) এবং পাখার প্রসারতার দৈর্ঘ্য ১৯ থেকে ২২ সেমি (৭.৫ থেকে ৮.৭ ইঞ্চি) অবধি।

খাবার

এরা সাধারণত পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট সহায়ক। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অসংখ্য কিটপতঙ্গ খেয়ে ফেলে। এ ছাড়াও কলা, পেয়ারা, সবেদা জাতীয় ফলের রস শুষে খায়।[]

স্বভাব ও প্রজনন

শহরে মূলত পুরনো পরিত্যক্ত দালনে উল্টো হয়ে ঝুলে থাকে হাজার হাজার চামচিকা। এরা নিশাচর নয়, তাই দিনের বেলাতেই বিক্ষিপ্তভাবে কিচিরমিচির শব্দ তুলে আহার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। স্ত্রী চামচিকা বছরে দুবার প্রসব করে থাকে। প্রতিবার কমপক্ষে দুটি করে বাচ্চা প্রসব করে। []

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.