চাতরা জেলা
ঝাড়খণ্ডের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ঝাড়খণ্ডের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চাতরা জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি জেলা৷ ১৪ই জ্যৈষ্ঠ ১৩৯৮ বঙ্গাব্দে(২৯শে মে ১৯৯১ খ্রিষ্টাব্দে) পুর্বতন হাজারিবাগ জেলা খন্ডিত করে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর চাতরা শহরে অবস্থিত এবং চাতরা মহকুমা ও সিমারিয়া মহকুমা নিয়ে গঠিত৷
চাতরা জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে চাতরার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | উত্তর ছোটনাগপুর বিভাগ |
সদরদপ্তর | চাতরা |
তহশিল | ১২ |
সরকার | |
• বিধানসভা আসন | ২ |
আয়তন | |
• মোট | ৩,৭১৮ বর্গকিমি (১,৪৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৪২,৮৮৬ |
• জনঘনত্ব | ২৮০/বর্গকিমি (৭৩০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৫.৩১ |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬০.১৮ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৫৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চাতরা নামকরণের মুল উৎস জানা না গেলেও স্থানীয়দের মতে রামগড়ের রাজারা বহিঃশত্রু আক্রমণ আটকাতে চাতরাতে একটি দুর্গ নির্মাণ করেন যা কোনো বিশেষ কারণে চাতরা দুর্গ নাম হয়৷ চাতরা নামটি এই দুর্গের স্থানীয় নাম থেকে এসেছে৷[১]
জেলাটির উত্তরে ও উত্তর পূর্বে(ঈশান) বিহার রাজ্যের গয়া জেলা৷ জেলাটির পূর্বে ও দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলা৷ জেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলা৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলা৷ জেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) বিহার রাজ্যের লাতেহার জেলা৷[২]
জেলাটির আয়তন ৩৭১৮ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৪.৬৬%৷
চাতরা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
মোট জনসংখ্যা ৭৯১৪৩৪(২০০১ জনগণনা) ও ১০৪২৮৮৬(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ১৫তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৩.১৬% লোক চাতরা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২১৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৮১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৩১.৭৭% , যা ১৯৯১-২০১১ সালের ২৯.৫১% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৫৩(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৭৷[৪]
জেলাটির স্বাক্ষরতা হার ৪৩.২৪%(২০০১) তথা ৬০.১৮%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৫৫.৬৪%(২০০১) তথা ৬৯.৯২%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩০.২৪%(২০০১) তথা ৪৯.৯২% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৮.৭৩%৷[৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.