চাঁচল মহকুমা

পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চাঁচল মহকুমাmap

চাঁচল মহকুমা পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি মহকুমা। এই মহকুমা চাঁচল-১, চাঁচল-২, রতুয়া-১, রতুয়া-২, হরিশ্চন্দ্রপুর-১ ও হরিশ্চন্দ্রপুর-২ নামে ছয়টি ব্লক নিয়ে গঠিত। এই ছয়টি ব্লকে ৪৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর চাঁচল

দ্রুত তথ্য চাঁচল মহকুমা Chanchal Subdivision, দেশ ...
চাঁচল মহকুমা
Chanchal Subdivision
মহকুমা
Thumb
চাঁচল মহকুমা
পশ্চিমবঙ্গের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৫.৩৯° উত্তর ৮৭.৯৯° পূর্ব / 25.39; 87.99
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলামালদা
প্রধান কার্যালয়চাঁচল
ভাষা
  সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডISO 3166-2:IN
বন্ধ

এলাকা

চাঁচল মহকুমার চাঁচল-১, চাঁচল-২, রতুয়া-১, রতুয়া-২, হরিশ্চন্দ্রপুর-১ ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লক ছয়টির অধীনে মোট ৪৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] এই ছয়টি ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২]

ব্লক

সারাংশ
প্রসঙ্গ
Thumb

চাঁচল-১ ব্লক

চাঁচল-১ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আলিহন্দা, চাঁচল, খরবা, মাকদামপুর, ভগবানপুর, কালীগ্রাম, মহানন্দাপুর ও মতিহারপুর।[১] ব্লকটি খরবা থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর চাঁচল।[৪]

চাঁচল-২ ব্লক

চাঁচল-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভাকরি, ধানগাড়া-বিষাণপুর, গৌড়হন্দা, ক্ষেমপুর, চন্দ্রপাড়া , জালালপুর ও মালতীপুর।[১] ব্লকটি খরবা(বর্তমান চাঁচল) থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর মালতীপুর[৪]

রতুয়া-১ ব্লক

রতুয়া-১ ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাহারাল, চাঁদমণি-২, মহানন্দাতলা, ভাদো, বিলাইমারি, দেবীপুর, রতুয়া, চাঁদমণি-১, কাহালা ও সামসি।[১] ব্লকটি রতুয়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর রতুয়া[৪]

রতুয়া-২ ব্লক

রতুয়া-২ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আড়াইডাঙা, পরানপুর, পুখুরিয়া, শ্রীপুর-১, মহারাজপুর, পীরগঞ্জ, সম্বলপুর ও শ্রীপুর-২।[১] ব্লকটি রতুয়া থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর পুখুরিয়া[৪]

হরিশ্চন্দ্রপুর-১ ব্লক

হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভিঙ্গোল, হরিশ্চন্দ্রপুর, খুশিদহ, রশিদাবাদ, বারুই, মহেন্দ্রপুর ও তুলসীহট্ট।[১] ব্লকটি হরিশ্চন্দ্রপুর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর হরিশ্চন্দ্রপুর[৪]

হরিশ্চন্দ্রপুর-২ ব্লক

হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দৌলতপুর, মালিওর-১, সাদলিচক, দৌলতনগর, মালিওর-২, সুলতাননগর, ইসলামপুর, মাশালদহ ও ভালুকা।[১] ব্লকটি হরিশ্চন্দ্রপুর থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর বড়দুয়ারি[৪]

বিধানসভা কেন্দ্র

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে চাঁচল-১ ব্লক ও হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বারুই, খুশিদহ, রশিদাবাদ ও তুলসীহট্ট গ্রাম পঞ্চায়েত নিয়ে চাঁচল বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের অপর তিনটি গ্রাম পঞ্চায়েত ও হরিশ্চন্দ্রপুর-২ ব্লক নিয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। চাঁচল-২ ব্লক ও রতুয়া-২ ব্লকের মহারাজপুর, পীরগঞ্জ, শ্রীপুর-১, শ্রীপুর-২ ব্লক নিয়ে মালতীপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। রতুয়া-২ ব্লকের অপর চারটি গ্রাম পঞ্চায়েত ও রতুয়া-১ ব্লক নিয়ে রতুয়া বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই চারটি বিধানসভা কেন্দ্রই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৫]

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.