গ্র্যামি পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গ্র্যামি পুরস্কার

গ্র্যামি পুরস্কার (বা গ্র্যামি আওয়ার্ড) হল মার্কিন দ্য রেকর্ডিং অ্যাকাডেমি কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ত্বের প্রদান করা হয়। এটি ১৯৫৮ সালে প্রবর্তিত হয়। ১৯৭১ সাল পর্যন্ত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হত। এটি আমেরিকার সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার।

দ্রুত তথ্য গ্র্যামি, প্রদানের কারণ ...
গ্র্যামি
বর্তমান: ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কার
Thumb
প্রদানের কারণসঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ত্বের জন্য প্রদান করা হয়
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাদ্য রেকর্ডিং অ্যাকাডেমি
প্রথম পুরস্কৃত মে ১৯৫৯; ৬৫ বছর আগে (1959-05-04) ("গ্রামোফোন" পুরস্কার হিসেবে)
ওয়েবসাইটgrammy.com
টেলিভিশন/রেডিও কভারেজ
নেটওয়ার্কএনবিসি (১৯৫৯–১৯৭০)
এবিসি (১৯৭১–১৯৭২)
সিবিএস (১৯৭৩–বর্তমান)
বন্ধ

সবচেয়ে বেশি পুরস্কৃত সঙ্গীত শিল্পী

৩১টি গ্র‍্যামি পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি পুরস্কৃত হয়েছেন স্যার জর্জ সল্টি[১] এলিসন ক্রস সবচেয়ে বেশি পুরস্কৃত মহিলা শিল্পী যিনি ২৭ টা গ্র‍্যামি পুরস্কার পেয়েছেন।[২] U2, দলীয় হিসেবে সবচেয়ে বেশি সম্মানিত দল যারা ২২ টি গ্র‍্যামি পুরস্কার জিতেছে।[৩]

ইতিহাস

পরিসংখ্যান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.