Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গ্নু ইম্যাকস ইম্যাকস টেক্সট সম্পাদকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে বেশি পোর্ট করা। এটি গ্নু প্রকল্পের প্রতিষ্ঠাতা রিচার্ড স্টলম্যানের সৃষ্টি।অন্যান্য ইম্যাকস ভ্যারাইটির মত, এটি টিউরিং কম্পলিট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রসারিত করা সম্ভব। গ্নু ইম্যাকসকে বলা হয় "the most powerful text editor available today"(এখনকার সবচেয়ে শক্তিশালী টেক্সট সম্পাদক)।[2] অধিষ্টিত সিস্টেম থেকে উপযুক্ত সমর্থনসহ গ্নু ইম্যাকস বহু ক্যারেক্টার সেটে ফাইল প্রদর্শন করতে সক্ষম এবং ১৯৯৯ সাল থেকে অধিকাংশ মনুষ্য ভাষায় তারা প্রদর্শন করতে পারে। [3] এর ইতিহাসে, গ্নু ইম্যাকস গ্নু প্রকল্পের কেন্দ্রীয় উপাদান, এবং ফ্রি সফটওয়্যার আন্দোলনের উল্লেখযোগ্য বস্তু হয়ে আছে। [4][5] গ্নু ইম্যাকসকে অন্য ইম্যাকস সংস্করণ থেকে আলাদা করতে, অনেকসময় একে গ্নুম্যাকস (GNUMACS) বলা হয়। [6] গ্নু ইম্যাকসের ট্যাগলাইন হলো "the extensible self-documenting text editor"।[7]
মূল উদ্ভাবক | রিচার্ড স্টলম্যান |
---|---|
উন্নয়নকারী | গ্নু প্রকল্প |
প্রাথমিক সংস্করণ | ২০ মার্চ ১৯৮৫ |
স্থিতিশীল সংস্করণ | ২৬.১
/ ২৮ মে ২০১৮ |
পূর্বরূপ সংস্করণ | ২৬.১-আরসি১
/ ৯ এপ্রিল ২০১৮ |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | ইম্যাকস লিস্প, সি |
অপারেটিং সিস্টেম | ইউনিক্স-সদৃশ (গ্নু, গ্নু/লিনাক্স, ম্যাক ওএস, বিএসডিসমূহ, সোলারিস), মাইক্রোসফট উইন্ডোজ, এমএস-ডস[1] |
উপলব্ধ | ইংরেজি |
ধরন | লেখা সম্পাদক |
লাইসেন্স | গ্নু জিপিএল ৩য় সংস্করণ + |
ওয়েবসাইট | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.