Loading AI tools
রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গোল্ড (I) ক্লোরাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত AuCl। গোল্ড(I) ক্লোরাইড হলো গোল্ড অর্থাৎ সোনা এবং ক্লোরিনের একটি যৌগ। গোল্ড(I) ক্লোরাইডকে অরাস ক্লোরাইড বলে। এছাড়া এই লবণটিকে গোল্ড মনোক্লোরাইডও বলে।
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
গোল্ড (I) ক্লোরাইড | |
অন্যান্য নাম
Aurous chloride | |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|
সিএইচইবিআই | |
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৩০.৫৮৩ |
ইসি-নম্বর | |
পাবকেম CID |
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA) |
|
| |
এসএমআইএলইএস
| |
বৈশিষ্ট্য | |
AuCl | |
আণবিক ভর | 232.423 g/mol |
বর্ণ | yellow solid |
ঘনত্ব | 7.6 g/cm3 [1] |
গলনাঙ্ক | ১৭০ °সে (৩৩৮ °ফা; ৪৪৩ K) |
স্ফুটনাঙ্ক | ২৯৮ °সে (৫৬৮ °ফা; ৫৭১ K) (decomposes) |
পানিতে দ্রাব্যতা |
very slightly soluble |
দ্রাব্যতা | soluble in HCl, HBr organic solvents |
চৌম্বকক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা (χ) |
−67.0·10−6 cm3/mol |
গঠন | |
স্ফটিক গঠন | Tetragonal, tI16 |
Space group | I41/amd, No. 141 |
ঝুঁকি প্রবণতা | |
নিরাপত্তা তথ্য শীট | MSDS |
এনএফপিএ ৭০৪ |
২
০ |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
অরাস ক্লোরাইড ছাড়া সোনার আরও একটি ক্লোরাইড যৌগ হলো অরিক ক্লোরাইড যাকে গোল্ড (III) ক্লোরাইডও বলে। এই গোল্ড(III) ক্লোরাইডকে তাপ বিয়োজন করে গোল্ড(I) ক্লোরাইড প্রস্তুত করা হয়।
এটি হলুদ রঙের কঠিন পদার্থ। জলের থেকে ৭.৬ গুণ বেশি ভারী। এর ঘনত্ব ৭.৬ গ্রাম/সিসি। এই লবণটির গলনাঙ্ক ১৭০ ডিগ্রি সেলসিয়াস। এটি জলে খুবই অল্প দ্রবণীয়।
গোল্ড মনোক্লোরাইডকে জল দিয়ে উত্তপ্ত করলে যৌগটি ভেঙ্গে গিয়ে ধাতব সোনা এবং গোল্ড (III) ক্লোরাইডে পরিণত হয়। বিক্রিয়াটি এই রকম:
পটাশিয়াম ব্রোমাইডের সাথে গোল্ড মনোক্লোরাইডের বিক্রিয়ায় পটাশিয়াম অরিক ব্রোমাইড এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সেইসঙ্গে ধাতব সোনা আলাদা হয়ে যায়। বিক্রিয়াটি এই রকম:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.