Loading AI tools
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গোলাম হাবিব দুলাল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজনীতিবিদ, সাবেক আমলা ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সাংসদ। তিনি ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]
গোলাম হাবিব দুলাল | |
---|---|
সাবেক প্রধান বন সংরক্ষক | |
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৮ | |
পূর্বসূরী | গোলাম হোসেন |
উত্তরসূরী | জাকির হোসেন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩ আগস্ট ১৯৪৩ রমনা গ্রাম, চিলমারী, কুড়িগ্রাম, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি (২০১৭ সালের পূর্বে) বাংলাদেশ সততা পার্টি (২০১৭-২০১৮) |
গোলাম হাবিব দুলাল ৩ আগস্ট ১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত বদর উদ্দিন মণ্ডল। তিনি রাজশাহী, পেশওয়ার ও যুক্তরাজ্যে লেখাপড়া করেন।[৩]
সাবেক প্রধান বন সংরক্ষক গোলাম হাবিব দুলাল ২০০০ সালে জাতীয় পার্টিতে যোগদান করে জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারি, চর রাজিবপুর, চিলমারী) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের কাছে পরাজিত হন তিনি।[২] আর ২০১৪ সালে নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়ন দেওয়া হলেও পরে বাতিল করে হয়। এর পর ৯ মার্চ ২০১৭ সালে জাপা থেকে পদত্যাগ করে তিনি বাংলাদেশ সততা পার্টি গঠন করেন। তিনি এই দলের চেয়ারম্যান।[৪][৫] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারি, চর রাজিবপুর, চিলমারী) আসন থেকে সিংহ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।[৬] ২৫ ডিসেম্বর ২০১৮ সালে তিনি বাংলাদেশ সততা পার্টি থেকে পদত্যাগ করে বাংলাদেশ সত্যবাদী দল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.