Loading AI tools
ভারতীয় লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গোবিন্দদাস কবিরাজ (১৫৩৫ - ১৬১৩) হলেন বাংলা বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত পদকর্তা। তিনি চৈতন্য-উত্তর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি। একাধারে সাধক, ভক্ত ও রূপদক্ষ, গোবিন্দদাসকে ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা বলা চলে। তার রচিত পদাবলী ধর্মীয় তত্ত্ব ও কাব্যিক রসসিদ্ধির সুসামঞ্জস্য সমাহারে পরিপূর্ণ।
গোবিন্দদাস | |
---|---|
জন্ম | গোবিন্দদাস কবিরাজ ১৫৩৫ তেলিয়াবুধুরি, ভগবানগোলা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ |
মৃত্যু | ১৬১৩ |
ভাষা | বাংলা |
উল্লেখযোগ্য রচনাবলি | বৈষ্ণব পদাবলী সঙ্গীত মাধব |
দাম্পত্যসঙ্গী | মহামায়া |
সন্তান | দিব্য সিংহ |
আত্মীয় | রামচন্দ্র কবিরাজ (ভাই) |
গোবিন্দদাসের জন্মস্থান মাতুলালয় বর্ধমান জেলার একটি বিশিষ্ট এলাকা শ্রীখন্ড। তার পিতা চিরঞ্জীব সেন ও মাতা সুনন্দা। গোবিন্দদাসের মাতামহ দামোদর সেন একজন প্রখ্যাত পণ্ডিত ও কবি ছিলেন। গোবিন্দদাসের বড় ভাই রামচন্দ্র কবিরাজও একজন পণ্ডিত এবং কবি।[1] প্রথম বয়সে শাক্তধর্মে দীক্ষিত হলেও পরে বৈষ্ণবগুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। এখনো তার বংশধরেরা এই শ্রীখন্ড গ্রামেই বাস করেন তাদের সকলে কর্তা রায় নামেই চেনেন।
ইনি ব্রজবুলি ও বাংলা উভয় ভাষাতেই পদ রচনা করেছেন। তাকে 'বিদ্যাপতির ভাবশিষ্য' বলা হয়। নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার এমন মিশ্রণ বৈষ্ণব পদাবলী সাহিত্যে দুর্লভ। 'পূর্বরাগ', 'অভিসার', 'মান', 'আপেক্ষানুরাগ', 'বাসকসজ্জা, কলহস্তরিকা', 'মাথুর' ইত্যাদি পর্যায়ে কৃতিত্ব দেখালেও রাধার অভিসারের পদ রচনায় তার প্রতিভা চূড়ান্ত শীর্ষে রয়েছে।
"মন্দির বাহির কঠিন কপাট।
চলইতে শঙ্কিল পঙ্কিল বাট।।
তাঁহি অতি দুরতের বাদল দোল।
সুন্দরী কৈছে করবি অভিসার।
হরি রহ মানস-সুরধনী পায়।।"
বৈষ্ণবধর্ম অনুযায়ী বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দদাসের কৃতিত্ব দেখে জীব গোস্বামী তাকে 'কবিরাজ' উপাধিতে ভূষিত করেন। সেই থেকে তিনি হলেন গোবিন্দদাস কবিরাজ। এবং বল্লভদাস গোবিন্দ দাস কে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলেছেন।[1]
নাটক
পদাবলী
কন্টক গাড়ি কমলসম পদতল
মঞ্জীর চিরহী ঝাঁপি।
গাগরি বারি চারি করি পিছল
চলতহি অঙ্গুলি চাপি।।
রসনা-রোচন শ্রবণ বিলাস
রচই রুচির পদ গোবিন্দদাস।।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.