গোকুলাম কেরালা ফুটবল ক্লাব
ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (এছাড়াও সংক্ষেপে গোকুলাম কেরালা এফসি নামে পরিচিত) হল কেরালার কালিকট শহরভিত্তিক একটি ফুটবল ক্লাব, যা ভারতের সর্বোচ্চ লিগ আই-লিগ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।[৪][৫] ২০১৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[৫][৬] মালাবারীয় নামে পরিচিত এই ক্লাব কেরালা রাজ্যের মালাবার উপকূলের প্রতীক।[৭] ২০২০–২১ আই-লিগ-এ তারা চ্যাম্পিয়ন হয় ও তারাই প্রথম কেরালার কোনো ক্লাব যারা আই-লিগ জিতেছে।[৮][৯][১০] গোকুলামই কেরালার প্রথম ফুটবল ক্লাব যারা এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।[১১][১২]
![]() | |||
পূর্ণ নাম | গোকুলাম কেরালা ফুটবল ক্লাব[১] | ||
---|---|---|---|
ডাকনাম | মালাবারীয়[২] | ||
সংক্ষিপ্ত নাম | জিকেএফসি | ||
প্রতিষ্ঠিত | জানুয়ারি ২০১৭ (গোকুলাম ফুটবল ক্লাব নামে)[৩] | ||
মাঠ | ইএমএস স্টেডিয়াম কালিকট | ||
ধারণক্ষমতা | ৮০,০০০ | ||
মালিক | শ্রী গোকুলাম গ্রুপ | ||
প্রেসিডেন্ট | ভি. সি. প্রবীণ | ||
ম্যানেজার | ভিনসেঞ্জো অ্যালবার্টো অ্যানেস | ||
লিগ | আই-লিগ | ||
২০২০–২১ আই-লিগ | ১ম/১১ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
গোকুলাম কেরালার বিভিন্ন বিভাগ | ||
---|---|---|
ফুটবল (পুরুষ) |
ফুটবল (মহিলা) |
ফুটবল (সংরক্ষিত) |
এই ক্লাব আঞ্চলিক কেরালা প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। ২০১৮ সালে তারা প্রথম শিরোপা লাভ করে।[১৩]
প্রতীক ও জার্সি
প্রতীক

ক্লাবের প্রতীক কেরালার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম অংশ থেইয়াম থেকে গৃহীত।[১৪][১৫] এটি নৃত্য, মূকাভিনয় ও সংগীতের সাথে যুক্ত।
জার্সি

উইকিমিডিয়া কমন্সে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব সংক্রান্ত মিডিয়া রয়েছে।
কিট প্রস্তুতকারক
সময় | কিট প্রস্তুতকারক | মেইন স্পন্সর | ব্যাক স্পন্সর | চেস্ট স্পন্সর | স্লিভ স্পন্সর |
---|---|---|---|---|---|
২০১৭–১৮ | কাইজেন স্পোর্টস[১৬] | আচি গ্রুপ | |||
২০১৮–১৯ | অ্যাকুয়ালাইন পিভিসি পাইপ[১৭] | ||||
২০১৯–২০ | শ্রী গোকুলাম গ্রুপ | সিএসবি ব্যাংক[১৮] | গোকুলাম | গোকুলাম মাদিনাহ | |
২০২০–২১ | সেগা[১৯] | ফেডারেল ব্যাংক | |||
২০২১–বর্তমান | সিএসবি ব্যাংক | শ্রী গোকুলাম গ্রুপ | সিএসবি ব্যাংক | অনেক |
স্টেডিয়াম
গোকুলাম কেরালার ঘরের মাঠ হল মালাপ্পুরম জেলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম ও ইএমএস স্টেডিয়াম, যা কালিকট শহরের একদম কেন্দ্রে অবস্থিত।[২০][২১]
ওয়েস্ট স্ট্যান্ড হল স্টেডিয়ামের সবথেকে বড় ব্লক। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৮০,০০০।
সমর্থক

কেরালা রাজ্য হল ভারতীয় ক্রীড়া জগতের সমর্থকদের প্রাণকেন্দ্র।[২২] মালাবারে ফুটবল অত্যন্ত জনপ্রিয়।[২৩] জিকেএফসি ব্যাটেলিয়া হল গোকুলাম কেরালার সক্রিয় সমর্থক গ্রুপ।[২৪][২৫]
পরিসংখ্যান

ক্লাব অধিনায়ক
সম্মাননা
- আই-লিগ
- কেরালা প্রিমিয়ার লিগ
- কেরালা রাজ্য ক্লাব চ্যাম্পিয়নশিপ
- রানার্স-আপ (১): ২০১৬–১৭[৩২]
- ডুরান্ড কাপ
- শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
কর্মকর্তা
- ১৯ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।[৩৬]
কোচিং রেকর্ড
- ১৫ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
নাম | জাতীয়তা | শুরু | শেষ | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | জয়% |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিনো জর্জ | ![]() |
৮ অক্টোবর ২০১৭[৩৭] | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৪০ | ১০ | ১১ | ১৯ | ৪৫ | ৫৮ | ২৫.০০ |
গিফট রাইখান | ![]() |
২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১ জুলাই ২০১৯ | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৬ | ৩৩.৩৩ |
ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা | ![]() |
১ জুলাই ২০১৯[৩৮] | ১৬ জুন ২০২০ | ২০ | ১১ | ৪ | ৫ | ২৫ | ১০ | ৫৫.০০ |
ভিনসেঞ্জো অ্যালবার্টো অ্যানেস | ![]() |
১৯ আগস্ট ২০২০ | ৩৮ | ২৩ | ৯ | ৬ | ৯০ | ৩৯ | ৬০.৫৩ |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.