গোকুলাম কেরালা ফুটবল ক্লাব

ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গোকুলাম কেরালা ফুটবল ক্লাব

গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (এছাড়াও সংক্ষেপে গোকুলাম কেরালা এফসি নামে পরিচিত) হল কেরালার কালিকট শহরভিত্তিক একটি ফুটবল ক্লাব, যা ভারতের সর্বোচ্চ লিগ আই-লিগ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।[][] ২০১৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[][] মালাবারীয় নামে পরিচিত এই ক্লাব কেরালা রাজ্যের মালাবার উপকূলের প্রতীক।[] ২০২০–২১ আই-লিগ-এ তারা চ্যাম্পিয়ন হয় ও তারাই প্রথম কেরালার কোনো ক্লাব যারা আই-লিগ জিতেছে।[][][১০] গোকুলামই কেরালার প্রথম ফুটবল ক্লাব যারা এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।[১১][১২]

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
গোকুলাম কেরালা
Thumb
পূর্ণ নামগোকুলাম কেরালা ফুটবল ক্লাব[]
ডাকনামমালাবারীয়[]
সংক্ষিপ্ত নামজিকেএফসি
প্রতিষ্ঠিতজানুয়ারি ২০১৭;  বছর আগে (2017-01) (গোকুলাম ফুটবল ক্লাব নামে)[]
মাঠইএমএস স্টেডিয়াম
কালিকট
ধারণক্ষমতা৮০,০০০
মালিকশ্রী গোকুলাম গ্রুপ
প্রেসিডেন্টভি. সি. প্রবীণ
ম্যানেজারভিনসেঞ্জো অ্যালবার্টো অ্যানেস
লিগআই-লিগ
২০২০–২১ আই-লিগ১ম/১১
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ
দ্রুত তথ্য গোকুলাম কেরালার বিভিন্ন বিভাগ, ফুটবল (পুরুষ) ...
গোকুলাম কেরালার বিভিন্ন বিভাগ
ফুটবল
(পুরুষ)
ফুটবল
(মহিলা)
ফুটবল
(সংরক্ষিত)
বন্ধ

এই ক্লাব আঞ্চলিক কেরালা প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। ২০১৮ সালে তারা প্রথম শিরোপা লাভ করে।[১৩]

প্রতীক ও জার্সি

প্রতীক

থেইয়াম হল উত্তর কেরালার অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান

ক্লাবের প্রতীক কেরালার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম অংশ থেইয়াম থেকে গৃহীত।[১৪][১৫] এটি নৃত্য, মূকাভিনয় ও সংগীতের সাথে যুক্ত।

জার্সি

কিট প্রস্তুতকারক

আরও তথ্য সময়, কিট প্রস্তুতকারক ...
সময় কিট প্রস্তুতকারক মেইন স্পন্সর ব্যাক স্পন্সর চেস্ট স্পন্সর স্লিভ স্পন্সর
২০১৭–১৮ কাইজেন স্পোর্টস[১৬] আচি গ্রুপ
২০১৮–১৯ অ্যাকুয়ালাইন পিভিসি পাইপ[১৭]
২০১৯–২০ শ্রী গোকুলাম গ্রুপ সিএসবি ব্যাংক[১৮] গোকুলাম গোকুলাম মাদিনাহ
২০২০–২১ সেগা[১৯] ফেডারেল ব্যাংক
২০২১–বর্তমান সিএসবি ব্যাংক শ্রী গোকুলাম গ্রুপ সিএসবি ব্যাংক অনেক
বন্ধ

স্টেডিয়াম

গোকুলাম কেরালার ঘরের মাঠ হল মালাপ্পুরম জেলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামইএমএস স্টেডিয়াম, যা কালিকট শহরের একদম কেন্দ্রে অবস্থিত।[২০][২১]

ওয়েস্ট স্ট্যান্ড হল স্টেডিয়ামের সবথেকে বড় ব্লক। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৮০,০০০।

সমর্থক

Thumb
গোকুলামের সমর্থক পূর্ণ ইএমএস স্টেডিয়াম

কেরালা রাজ্য হল ভারতীয় ক্রীড়া জগতের সমর্থকদের প্রাণকেন্দ্র।[২২] মালাবারে ফুটবল অত্যন্ত জনপ্রিয়।[২৩] জিকেএফসি ব্যাটেলিয়া হল গোকুলাম কেরালার সক্রিয় সমর্থক গ্রুপ।[২৪][২৫]

পরিসংখ্যান

Thumb
ড্যানিয়েল অ্যাডো, আই-লিগে গোকুলামের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন

ক্লাব অধিনায়ক

আরও তথ্য সময়, নাম ...
সময় নাম
২০১৭–১৮ ভারত সুশান্ত ম্যাথিউ
২০১৮–১৯ উগান্ডা মুসা মুদ্দে
২০১৯ ঘানা ড্যানিয়েল অ্যাশলে অ্যাডো
২০১৯–২০ ত্রিনিদাদ ও টোবাগো মার্কাস জোসেফ
২০২০–২১ ঘানা মহম্মদ আওয়াল[২৬]
২০২১–বর্তমান আফগানিস্তান শরীফ মুখাম্মদ[২৭]
বন্ধ

সম্মাননা

কর্মকর্তা

১৯ আগস্ট ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।[৩৬]
আরও তথ্য পজিশন, নাম ...
পজিশন নাম
প্রধান কোচ ইতালি ভিনসেঞ্জো অ্যালবার্টো অ্যানেস
সহকারী কোচ ভারত বাইজু
গোলকিপিং কোচ নেপাল মনীষ তিমসিনা
ফিটনেস ও কন্ডিশনিং কোচ ব্রাজিল জেয়ার মিরান্দা গার্সিয়া
দল ম্যানেজার ভারত অরবিন্দ এ. আর.
বন্ধ

কোচিং রেকর্ড

১৫ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
আরও তথ্য নাম, জাতীয়তা ...
নামজাতীয়তাশুরুশেষখেড্রহাস্বগোবিগোজয়%
বিনো জর্জ  ভারত ৮ অক্টোবর ২০১৭[৩৭] ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ৪০১০১১১৯৪৫৫৮২৫.০০
গিফট রাইখান  ভারত ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১ জুলাই ২০১৯ ৩৩.৩৩
ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা  স্পেন ১ জুলাই ২০১৯[৩৮] ১৬ জুন ২০২০ ২০১১২৫১০৫৫.০০
ভিনসেঞ্জো অ্যালবার্টো অ্যানেস  ইতালি ১৯ আগস্ট ২০২০ ৩৮২৩৯০৩৯৬০.৫৩
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.