গ্যুস্তাভ ফ্লোব্যার[ক] (ফরাসি: Gustave Flaubert, উচ্চারণ: [ɡystav flobɛʁ]; ইউকে: /ˈflbɛər/ FLOH-bair, ইউএস: /flˈbɛər/ floh-BAIR;[১][২] ১২ই ডিসেম্বর ১৮২১ – ৮ই মে ১৮৮০) ছিলেন একজন ফরাসি ঔপন্যাসিক। অত্যন্ত প্রভাবশালী এই সাহিত্যিক ফ্রান্সে সাহিত্যিক বাস্তববাদের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। তিনি ১৮৫৭ সালে লেখা তাঁর প্রথম উপন্যাস মাদাম বভারির জন্য বিশেষ খ্যাতিলাভ করেন। এছাড়া তাঁর চিঠিপত্রের সঙ্কলন কোরেসপঁদঁস ও শৈলী ও নান্দনিকতার দিকে অনুপুঙ্খ নজরদারির জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন। বিখ্যাত ফরাসি ছোটগল্পকার গি দ্য মোপাসঁ তাঁর শিষ্য ছিলেন।

দ্রুত তথ্য গ্যুস্তাভ ফ্লোব্যার, স্থানীয় নাম ...
গ্যুস্তাভ ফ্লোব্যার
ফ্লোব্যার আনু. ১৮৬৫
ফ্লোব্যার আনু.১৮৬৫
স্থানীয় নাম
Gustave Flaubert
জন্ম(১৮২১-১২-১২)১২ ডিসেম্বর ১৮২১
রুঅঁ, নর্মঁদি, বুরবঁ পুনঃপ্রতিষ্ঠিত ফরাসি রাজ্য
মৃত্যু৮ মে ১৮৮০(1880-05-08) (বয়স ৫৮)
ক্রোয়াসে (কঁত্যলো), রুঅঁ, তৃতীয় ফরাসি গণরাষ্ট্র
সমাধিস্থলরুঅঁ স্মারক গোরস্তান
পেশাঔপন্যাসিক
ধরনকাল্পনিক গদ্য
সাহিত্য আন্দোলনবাস্তবতাবাদ, রোমান্টিকতা
উল্লেখযোগ্য রচনাবলি
  • মাদাম বভারি
  • সংবেদনশীল শিক্ষা
  • সালাম্বো
  • সন্ত অঁতোয়ানের লোভ
  • তিনটি কেচ্ছা
  • বুভার ও পেক্যুশে

স্বাক্ষর
বন্ধ

জীবনী

উৎকৃষ্টতাবাদী শৈলী

পরম্পরা

গ্রন্থতালিকা

পাদটীকা

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.