Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্গা'-ল্দান-খ্রি-পা (তিব্বতি: དགའ་ལྡན་ཁྲི་པ་, ওয়াইলি: dga' ldan khri pa) বা গানদেন ত্রিপা তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধানের একটি সাম্মানিক উপাধি।
দ্গা'-ল্দান-খ্রি-পা তিব্বতের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধানের উপাধি। ১৪১০ খ্রিষ্টাব্দে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের ষষ্ঠ রাজা গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের আর্থিক সাহায্যে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা দ্গা'-ল্দান বৌদ্ধবিহার নির্মাণ করেন।[1] ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা এই বিহারের প্রথম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে পরিগণিত হন। এই বিহার প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ১০২ জন লামা এই পদের অধিকারী হন। এই উপাধি তিব্বতী বৌদ্ধধর্মের প্রচলিত পুনর্জন্মমূলক উপাধি নয়।[2] বর্তমান দ্গা'-ল্দান-খ্রি-পার নাম থুব-ব্স্তান-ন্যি-মা-লুং-র্তোগ্স-'দ্জিন-নোর-বু (ওয়াইলি: thub bstan nyi ma lung rtogs bstan 'dzin nor bu)।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.