Loading AI tools
বাংলাদেশী সাংবাদিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গাজী শাহাবুদ্দিন আহমেদ (১৯৩৯ - ৯ জুন ২০১৭)) একজন বাংলাদেশী সাংবাদিক ছিলেন [1] । তিনি ছিলেন সচিত্র সন্ধানির প্রতিষ্ঠাতা ও সম্পাদক। [2]
আহমেদ ছিলেন জমিদার ফজল গাজীর বংশধর, ভাওয়াল স্টেট (বর্তমানে এই পরিবারের নামানুসারে গাজীপুর নামকরণ করা হয় )বাংলার বারো-ভূঁইয়ের একজন [3] । তিনি ছিলেন পুলিশ সুপার গাজী শামসুদ্দিন আহমেদ এবং একজন সমাজ সেবক গাজী রাফিয়া খাতুনের ১১ সন্তানের বড় ছেলে [2] । ঢাকার নটর ডেম কলেজ এ অধ্যয়নকালে তিনি ১৯৫৬ সালে ১৭ বছর বয়সে সচিত্র সন্ধানী প্রকাশ ও সম্পাদনা করেন [2] ।এটি ১৯৯৬সাল পর্যন্ত চলছিল। জাহানারা ইমাম এর যুদ্ধকালীন জার্নাল, একাত্তুরের দিনগুলো সহ উল্লেখযোগ্য রচনা প্রকাশ করেছিল [2] ।
তিনি সন্ধানী প্রকাশনী এর প্রধান ছিলেন। [3]
আহমেদ ১৯৬৪ সালে বিথির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন [4] । তাদের এক পুত্র, শুভ্র এবং এক মেয়ে, শারমিন। [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.