গলসী বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গলসী বিধানসভা কেন্দ্রmap

গলসী (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত।

দ্রুত তথ্য গলসী, দেশ ...
গলসী
বিধানসভা কেন্দ্র
Thumb
গলসী
গলসী
Thumb
গলসী
গলসী
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২০′ উত্তর ৮৭°৪২′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান
কেন্দ্র নং.২৭৪
আসনতপসিলি জাতির জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র৩৯. বর্ধমান-দুর্গাপুর
নির্বাচনী বছর২০৪,৪৬৬ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৭৪ নং গলসী (এসসি) বিধানসভা কেন্দ্রটি গলসী-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং গলসী এবং কুরকুবা গ্রাম পঞ্চায়েত গুলি গলসী-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং কাঁকসা, ত্রিলোকচাঁদপুর, বনকাটি এবং বিদবিহার গ্রাম পঞ্চায়েত গুলি কাঁকসা সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[1]

গলসী বিধানসভা কেন্দ্রটি ৩৯ নং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। পূর্বে এই কেন্দ্রটি দুর্গাপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১গলসীমাহিতোষ সাহাভারতীয় জাতীয় কংগ্রেস[2]
যাদবেন্দ্র নাথ পাঁঁজাভারতীয় জাতীয় কংগ্রেস [2]
১৯৫৭ফকির চন্দ্র রায়নির্দল [3]
প্রমথনাথ ধীবরসারা ভারত ফরওয়ার্ড ব্লক[3]
১৯৬২কানাই লাল দাসভারতীয় জাতীয় কংগ্রেস[4]
১৯৬৭ফকির চন্দ্র রায়নির্দল[5]
১৯৬৯ফকির চন্দ্র রায়নির্দল[6]
১৯৭১অনিল রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7]
১৯৭২অশ্বিনী রায়ভারতের কমিউনিস্ট পার্টি[8]
১৯৭৭দেব রঞ্জন সেনসারা ভারত ফরওয়ার্ড ব্লক[9]
১৯৮২দেব রঞ্জন সেনসারা ভারত ফরওয়ার্ড ব্লক[10]
১৯৮৭দেব রঞ্জন সেনসারা ভারত ফরওয়ার্ড ব্লক[11]
১৯৯১ইদ্রিস মণ্ডলসারা ভারত ফরওয়ার্ড ব্লক[12]
১৯৯৬ইদ্রিস মণ্ডলসারা ভারত ফরওয়ার্ড ব্লক[13]
২০০১মেহবুব মণ্ডলসারা ভারত ফরওয়ার্ড ব্লক[14]
২০০৬মেহবুব মণ্ডলসারা ভারত ফরওয়ার্ড ব্লক[15]
২০১১সুনিল কুমার মণ্ডলসারা ভারত ফরওয়ার্ড ব্লক[16]
বন্ধ

নির্বাচনী ফলাফল

২০১৪ উপনির্বাচন

৩০ এপ্রিল ২০১৪ সালে বিধানসভা উপনির্বাচনে, গলসী কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের বিধায়ক সুনিল কুমার মণ্ডল, তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার ফলে উপনির্বাচন হয়। [17]

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০১৪]]: গলসী (এসসি) কেন্দ্র[18]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল গৌর চন্দ্র মণ্ডল ৭৭,৬২৩
ফরওয়ার্ড ব্লক নন্দলাল পণ্ডিত ৬৮,৭৭০
বিজেপি সুন্দর পাসওয়ান ৩৭,৬২০
কংগ্রেস স্বপন মালিক ৩৪,৮১৭
ভোটার উপস্থিতি ১,৯৭,৮৪৫
ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল অর্জন করেছে সুইং
বন্ধ

২০১১

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: গলসী (এসসি) কেন্দ্র [19][20][21]
দল প্রার্থী ভোট % ±%
ফরওয়ার্ড ব্লক সুনিল কুমার মণ্ডল ৯২,১২৬ ৫০.৫৯ -১৭.০৯
তৃণমূল জয়দেব সাহা ৮১,২৭২ ৪৪.৬৩
    বিজেপি তপন বাগদি ৮,৭১৪ ৪.৭৮
    ভোটার উপস্থিতি ১,৮২,১১২ ৮৯.০২
    ফরওয়ার্ড ব্লক নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং
      বন্ধ
      আরও তথ্য পার্টি, আসন জয় ...
      বন্ধ

      ১৯৭৭-২০০৬

      ২০০৬ এবং ২০০১ সালের বিধানসভা নির্বাচনে, ফরওয়ার্ড ব্লকের মেহবুব মণ্ডল গলসী কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি এর অনিল কুমার সাহা এবং কংগ্রেসের আজিজুল হক মণ্ডলকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৯৬ এবং ১৯৯১ সালে ফরওয়ার্ড ব্লকের ইদ্রিস মণ্ডল কংগ্রেসের সৈয়দ ইমদাদ আলী এবং চম্পক উভয়কেই পরাজিত করেন। ১৯৮৭, ১৯৮২ এবং ১৯৭৭ সালে ফরওয়ার্ড ব্লকের দেব রঞ্জন সেন কংগ্রেসের অজিত বন্দ্যোপাধ্যায়কে, হিমাংশু বরণ রায়কে এবং নির্লেন্দু কোনের কে পরাজিত করেন।[22]

      ১৯৫১-১৯৭২

      সিপিআই এর অশ্বিনী রায় ১৯৭২ সালে জয়ী হন। সিপিআই (এম) এর অনিল রায় ১৯৭১ সালে জয়ী হন। নির্দলের ফকির চন্দ্র রায় ১৯৬৯ এবং ১৯৬৭ সালে জয়ী হন। কংগ্রেসের কানাই লাল দাস ১৯৬২ সালে জয়ী হন। ১৯৫৭ এবং ১৯৫১ সালে গলসী কেন্দ্রে দুটি করে আসন ছিল। ১৯৫৭ সালে নির্দলের ফকির চন্দ্র রায় এবং ফরওয়ার্ড ব্লকের প্রমথনাথ ধীবর জয়ী হন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে, কংগ্রেসের মাহিতোষ সাহা এবং যাদবেন্দ্র নাথ পাঁঁজা উভয়ই জয়ী হন।[23]

      তথ্যসূত্র

      Wikiwand in your browser!

      Seamless Wikipedia browsing. On steroids.

      Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

      Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.