শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
গয়া
বিহারের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
গয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা। গয়া পৌর সংস্থা গয়া, কালের ও পাহাড়পুর নিয়ে গঠিত।[১]
Remove ads

Remove ads
ভৌগোলিক উপাত্ত
ফল্গু নদীর ধারে অবস্থিত গয়া শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৭৮° উত্তর ৮৫.০° পূর্ব।[২] শহরটি বৌদ্ধ গয়া থেকে ১৩ কিলোমিটার ও রাজধানী পাটনা থেকে ১১৬ কিলোমিটার (৭১ মা) দক্ষিণে অবস্থিত। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১১১ মিটার (৩৬৪ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে গয়া শহরের জনসংখ্যা হল ৪৭৫,৯৮৭ জন।[১] এর মধ্যে পুরুষ ২৫১,০৮৭ এবং নারী ২২৪,৯৩০ জন।
এখানে সাক্ষরতার হার ৮১.৪৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে গয়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরে প্রতি ১০০০ পুরুষের জন্য ৯৮৬ নারী রয়েছে।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads