গয়া
বিহারের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিহারের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা। গয়া পৌর সংস্থা গয়া, কালের ও পাহাড়পুর নিয়ে গঠিত।[1]
গয়া गया | |
---|---|
মেট্রোপলিটন শহর | |
বিহারে গয়া-র অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪.৭৫° উত্তর ৮৫.০১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | বিহার |
জেলা | গয়া |
সরকার | |
• ধরন | পৌরসংস্থা |
• শাসক | গয়া নগর নিগম |
• সাংসদ | হরি মাঝি(ভারতীয় জনতা পার্টি) |
আয়তন | |
• মোট | ৩০৮.৩১ বর্গকিমি (১১৯.০৪ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৯৮তম (দেশ), ২য় (বিহার) |
উচ্চতা | ১১১ মিটার (৩৬৪ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৭৫,৯৮৭ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• অফিসিয়াল | মৈথিলী, হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৮২৩ ০০১ - ১৩ |
ফল্গু নদীর ধারে অবস্থিত গয়া শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.৭৮° উত্তর ৮৫.০° পূর্ব।[2] শহরটি বৌদ্ধ গয়া থেকে ১৩ কিলোমিটার ও রাজধানী পাটনা থেকে ১১৬ কিলোমিটার (৭১ মা) দক্ষিণে অবস্থিত। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১১১ মিটার (৩৬৪ ফুট)।
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে গয়া শহরের জনসংখ্যা হল ৪৭৫,৯৮৭ জন।[1] এর মধ্যে পুরুষ ২৫১,০৮৭ এবং নারী ২২৪,৯৩০ জন।
এখানে সাক্ষরতার হার ৮১.৪৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে গয়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরে প্রতি ১০০০ পুরুষের জন্য ৯৮৬ নারী রয়েছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.