শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

গজারিয়া উপজেলা

মুন্সীগঞ্জ জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গজারিয়া উপজেলাmap
Remove ads

গজারিয়া উপজেলা বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি একটি সুপ্রাচীন জনপদ।[]

দ্রুত তথ্য গজারিয়া, দেশ ...
Remove ads
Remove ads

অবস্থান ও আয়তন

গজারিয়া উপজেলার উত্তরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাকুমিল্লা জেলার হোমনা উপজেলা, দক্ষিণে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলামেঘনা উপজেলা, পশ্চিমে মুন্সীগঞ্জ সদর উপজেলানারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা

প্রশাসনিক এলাকা

১৯৫৪ সালে গজারিয়া থানা প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৩ সালে এটি উপজেলায় রুপান্তরিত হয়। এই উপজেলায় মোট ৮টি ইউনিয়ন, ১১৪টি মৌজা এবং ১২০টি গ্রাম রয়েছে।

ইউনিয়নগুলো হলো: টেংগারচর, বালুয়াকান্দি, ভবেরচর, বাউশিয়া, গজারিয়া, হোসেন্দী, ইমামপুর, গুয়াগাছিয়া

উপজেলা পরিষদ

আরও তথ্য ক্রম নং., পদবী ...

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারী অনুসারে এখানকার লোকসংখ্যা ১,৩৮,১০৮ জন; যার মধ্যে পুরুষ ৬৯,৬৯৮ জন এবং মহিলা ৬৮,৪১০ জন। এখানে মোট মুসলমান ১,৩৩,৪৫৩ জন, হিন্দু ৪,৬৩১ জন এবং অন্যান্য ৩০ জন।

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান:

  • বিশ্ববিদ্যালয় - ১টি,
  • কলেজ - ২টি,
  • ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ - ১টি,
  • মাধ্যমিক বিদ্যালয় - ১২টি,
  • প্রাথমিক বিদ্যালয় - ৬৭টি,
  • ভকেশনাল ইন্সটিটিউট - ১টি,
  • মাদ্রাসা - ৫টি,
  • কিন্ডারগার্ডেন স্কুল - ৬৩টি

আরও দেখুন

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads