গঙ্গোত্রী হিমবাহ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গঙ্গোত্রী হিমবাহ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় অবস্থিত। এটি তিব্বত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। গঙ্গা নদীর প্রধান উৎসগুলোর মধ্যে একটি এই হিমবাহের আয়তন প্রায় ২৭ ঘন কিলোমিটার।[১] এই হিমবাহটি প্রায় ৩০ কিলোমিটার প্রশস্ত এবং ২ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ।
গঙ্গোত্রী হিমবাহ | |
---|---|
![]() গোমুখী: গঙ্গোত্রী হিমবাহের শেষ প্রান্ত | |
ভারত | |
ধরন | উপত্যকা হিমবাহ |
স্থানাঙ্ক | ৩০°৫০′ উত্তর ৭৯°১০′ পূর্ব |
![]() |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.