Loading AI tools
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
খন্দকার আবদুল হাফিজ (১ মার্চ ১৯৩০–৫ সেপ্টেম্বর ২০০১) বাংলাদেশের নড়াইল জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন যশোর-১৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[1][2]
অ্যাডভোকেট খন্দকার আবদুল হাফিজ | |
---|---|
যশোর-১৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ মার্চ ১৯৩০ নড়াইল জেলা |
মৃত্যু | ৫ সেপ্টেম্বর ২০০১ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় বি এল কলেজ |
খন্দকার আবদুল হাফিজ ১ মার্চ ১৯৩০ সালে নড়াইলের সদর উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত খন্দকার আব্দুল ওয়াদুদ ও মাতা মৃত সফুরা খাতুন। নড়াইলের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর খুলনা ফুলতলা দামোদর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৫ সালে এন্ট্রান্স, খুলনা বিএল কলেজ থেকে ১৯৪৭ সালে এইচএসসি ও ১৯৫১ সালে স্নাতক পাশ করেন। এর পর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন।[2]
খন্দকার আবদুল হাফিজ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ১৯৪৫ সালে স্কুল থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৫১ সালে খুলনা বিএল কলেজের ভিপি, ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের জিএস ও ১৯৫৪ সালে দৈনিক ইত্তেফাকের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[2]
তিনি ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাকিস্তান-৭৩ আসন থেকে এমএনএ নির্বাচিত হন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। স্বধীনতা যুদ্ধে তিনি নড়াইলের মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।[3]
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন ড্রাফটিং কমিটির সদস্য মনোনীত হন।[4] ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[1] ৪ আগস্ট ১৯৭৫ সালে বাকশালের নড়াইল মহকুমার গভর্নর মনোনীত হন তিনি। তিনি ১৯৮৫ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।[2]
খন্দকার আবদুল হাফিজ ৫ সেপ্টেম্বর ২০০১ সালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.