Loading AI tools
ফরাসি ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্লদ্ মাকেলেলে (Claude Makélélé, জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৩) একজন সাবেক কৃতী ফরাসি ফুটবল খেলোয়াড় এবং বর্তমান সহকারী কোচ।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ক্লদ্ মাকেলেলে সিন্দা[১] | ||
জন্ম | ১৮ ফেব্রুয়ারি ১৯৭৩ | ||
জন্ম স্থান | কিনশাসা, জায়ার | ||
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সোয়ানসি সিটি (সহকারী কোচ) | ||
যুব পর্যায় | |||
১৯৮৯–১৯৯০ | ইউএস মেলুন | ||
১৯৯০–১৯৯১ | স্টেড ব্রেস্টোইস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯১–১৯৯৭ | নান্তেস | ১৬৯ | (৯) |
১৯৯৭–১৯৯৮ | মার্সেই | ৩২ | (২) |
১৯৯৮–২০০০ | সেলতা ভিগো | ৭০ | (৩) |
২০০০–২০০৩ | রিয়াল মাদ্রিদ | ৯৪ | (০) |
২০০৩–২০০৮ | চেলসি | ১৪৪ | (২) |
২০০৮–২০১১ | প্যারিস সেইন্ট জার্মেই | ৯৮ | (১) |
মোট | ৬০৭ | (১৭) | |
জাতীয় দল | |||
১৯৯৫–১৯৯৬ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১১ | (১) |
১৯৯৫–২০০৮ | ফ্রান্স | ৭১ | (০) |
পরিচালিত দল | |||
২০১১–২০১৩ | প্যারিস সেইন্ট জার্মেই (সহকারী) | ||
২০১৪ | বাস্তিয়া | ||
২০১৭– | সোয়ানসি সিটি (সহকারী) | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
খেলোয়াড়ি জীবনে তিনি নান্তেস, মার্সেই, সেলতা ভিগো, রিয়াল মাদ্রিদ, চেলসি এবং সর্বশেষে অবসর নেওয়ার আগে প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবের পক্ষে মধ্যমাঠে খেলতেন।[২] তিনি ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডে লিগ শিরোপা জিতেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ২০০১-০২ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেন। তিনি ফ্রান্স জাতীয় ফুটবল দলের হয়ে ১৩ বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৬ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।[৩]
ফ্রান্স জাতীয় দল | ||
---|---|---|
বছর | খেলেছেন | গোল |
১৯৯৫ | ১ | ০ |
১৯৯৬ | ০ | ০ |
১৯৯৭ | ১ | ০ |
১৯৯৮ | ১ | ০ |
১৯৯৯ | ০ | ০ |
২০০০ | ৩ | ০ |
২০০১ | ৬ | ০ |
২০০২ | ৯ | ০ |
২০০৩ | ৬ | ০ |
২০০৪ | ৮ | ০ |
২০০৫ | ৫ | ০ |
২০০৬ | ১৪ | ০ |
২০০৭ | ১১ | ০ |
২০০৮ | ৬ | ০ |
মোট | ৭১ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.