অস্ট্রেলিয়ান অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্রিস হেমসওর্থ (জন্ম ১১ অগাস্ট ১৯৮৩) [১][২] একজন অস্ট্রেলীয় অভিনেতা। তিনি অস্ট্রেলীয় টিভি ধারাবাহিক হোম এন্ড অ্যাওয়ে-তে কিম হাইড চরিত্রে (২০০৪) এবং থর চরিত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নির্ভর থর (২০১১), দ্য অ্যাভেঞ্জার্স (২০১২), থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড (২০১৩), এবং অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) চলচ্চিত্রগুলোতে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন। বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর চলচ্চিত্র স্টার ট্রেক (২০০৯), রোমহর্ষক রোমাঞ্চকর আ পারফেক্ট গেটওয়ে (২০০৯), হরর কমেডি দ্যা কেবিন ইন দ্যা উডস (২০১২), ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান (২০১২), যুদ্ধ ভিত্তিক রেড ডাউন (২০১২) এবং জীবনী ভিত্তিক স্পোর্টস ড্রামা চলচ্চিত্র রাশ (২০১৩) চলচ্চিত্র সমূহে অভিনয় করেছেন।
ক্রিস হেমসওয়ার্থ | |
---|---|
জন্ম | মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ১১ আগস্ট ১৯৮৩
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
আদি নিবাস | ফিলিপ আইল্যান্ড |
উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) |
দাম্পত্য সঙ্গী | এলসা পাটাকি (বি. ২০১০) |
সন্তান | ৩ |
আত্মীয় |
|
এছাড়াও ২০১৫ সালে, হেমসওর্থ অ্যাকশন থ্রিলার ছবি ব্ল্যাকহ্যাট, কমেডি ফিল্ম ভ্যাকেশন এবং জীবনী নির্ভর থ্রিলার ইন দ্যা হার্ট অব দ্যা সী [৩] এই চলচিত্রগুলোতে সফল ভাবে অভিনয় করেন। ক্রিস হেমসওর্থ সনি'স রোবটের ঘোস্টবাস্টার্স চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রের ভূমিকায় অভিনয় করেন। .[৪]
Seamless Wikipedia browsing. On steroids.