Loading AI tools
হাঙ্গেরীয়-মার্কিন প্রাণরসায়নবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্যাটালিন ক্যারিকো (Katalin Karikó; হাঙ্গেরীয়: Karikó Katalin, উচ্চারিত [ˈkɒrikoː ˌkɒtɒlin]; জন্ম ১৭ই জানুয়ারি, ১৯৫৫, কিশুইসালাশ, হাঙ্গেরি) একজন হাঙ্গেরীয়-মার্কিন প্রাণরসায়নবিদ, যিনি আরএনএ (রাইবোনিউক্লেইক অ্যাসিড) দ্বারা মধ্যস্থতাকৃত কার্যপ্রণালীর একজন বিশেষজ্ঞ। তিনি প্রোটিন চিকিৎসাতে কাচের নলে অনুলিপ্ত বার্তাবাহক আরএনএ ("ইন ভিট্রো ট্রান্সক্রাইবড এমআরএনএ") সৃষ্টি ও উন্নতিসাধনে গবেষণা সম্পাদনা করেছেন। তিনি আরএনএআরএক্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এবং ২০০৬ থেকে ২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত সেটির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।[1] ২০১৩ সাল থেকে তিনি বায়োএনটেক আরএনএ ফার্মাসিউটিক্যালস ঔষধ কোম্পানির সাথে সংযুক্ত আছেন; প্রথমে তিনি প্রতিষ্ঠানটির একজন উপপ্রধান (ভাইস প্রেসিডেন্ট) হন ও পরে ২০১৯ সালে জ্যেষ্ঠ উপপ্রধানের পদে পদোন্নতি লাভ করেন।[2] এছাড়া তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক (অ্যাডজাংট প্রফেসর)।[1] তিনি আরএনএ ভিত্তিক আরোগ্যমূলক ঔষধের বিষয়ে, বিশেষ করে বার্তাবাহক আরএনএ (এমআরএনএ) টিকার প্রস্তুতিতে অগ্রণী গবেষণা সম্পাদনের জন্য বিখ্যাত। এমআরএনএ নিউক্লিওসাইড (নিউক্লেইক অ্যাসিডের একটি গাঠনিক উপাংশ) কীভাবে নির্দিষ্ট রোগ সৃষ্টিকারক জীবাণুর বিরুদ্ধে অনাক্রম্য (রোগ প্রতিরোধী) প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সে ব্যাপারে তাঁর এই গবেষণা ২০২১ সালে করোনাভাইরাস রোগ ২০১৯-এর (কোভিড-১৯) বৈশ্বিক মহামারীর সময় প্রথমবারের মতো এমআরএনএ টিকার উদ্ভাবন সহজ করে। এমআরএনএ নিউক্লিওসাইড সংক্রান্ত আবিষ্কারের মাধ্যমে কার্যকর এমআরএনএ টিকার প্রস্তুতির দ্বার উন্মোচন করার কৃতিত্বের জন্য ক্যারিকো ও তাঁর গবেষণা সহকর্মী অনাক্রম্যবিজ্ঞানী ড্রিউ ওয়াইসম্যান যৌথভাবে ২০২৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবল পুরস্কার লাভ করেন।
ক্যাটালিন ক্যারিকো | |
---|---|
জন্ম | সলনক, হাঙ্গেরি | ১৭ জানুয়ারি ১৯৫৫
জাতীয়তা |
|
মাতৃশিক্ষায়তন | সেগেদ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | অনাক্রম্যবিজ্ঞান ও চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তি |
দাম্পত্য সঙ্গী | বেলা ফ্রান্সিয়া |
সন্তান | সুজান ফ্রান্সিয়া |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন; আরএনএ প্রযুক্তি |
প্রতিষ্ঠানসমূহ |
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.