কালিকট
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কালিকট বা কোলিকোড় (মালয়ালম: കോഴിക്കോട്, প্রতিবর্ণী. কোল়়িক্কোড়), ভারতের কেরল রাজ্যের কালিকট জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা।
কালিকট കോഴിക്കോട് | |
---|---|
শহর | |
উপর থেকে ঘড়ি অনুযায়ী: কালিকট সমুদ্র সৈকতের আকাশরেখা, কেএসআরটিসি বাস স্ট্যান্ড কমপ্লেক্স, কালিকট মিনি বাইপাস, কাক্কায়াম উপত্যকা, কোঝিকোড় সৈকত, আইআইএম কোঝিকোড়, হাইলাইট মল. | |
কেরল, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ১১.২৫° উত্তর ৭৫.৭৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কেরল |
জেলা | কালিকট |
উচ্চতা | ১ মিটার (৩ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪,৩৬,৫২৭ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১১.২৫° উত্তর ৭৫.৭৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১ মিটার (৩ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে কোঝিকোড় শহরের জনসংখ্যা হল ৪৩৬,৫২৭ জন।[২] এর মধ্যে পুরুষ ৪৯% এবং নারী ৫১%।
এখানে সাক্ষরতার হার ৮৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৫% এবং নারীদের মধ্যে এই হার ৮২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কোঝিকোড়ের সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.