Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাসা জন এফ কেনেডি স্পেস সেন্টারটি ফ্লোরিডার টিটাসভিল (Titusville) শহরের পাশে আটলান্টিক উপকূলে মেরিট আইল্যান্ড (Merritt Island) নামক একটি দ্বীপে অবস্থিত। এই স্পেস সেন্টার থেকে নাসার নভোযান উৎক্ষেপণ করা হয় এবং এখানে সে সুবিধা রয়েছে। এখানে একটি দর্শনার্থী কেন্দ্র এবং স্পেস সেন্টারের মূল অংশে বাস ভ্রমণের ব্যবস্থা রয়েছে, যা ফ্লোরিডা ভ্রমণে আসা প্রচুর পযর্টককে এ স্থানটি দর্শনে আকৃষ্ট করছে।[2]
Aerial view of KSC Headquarters looking south | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১ জুলাই ১৯৬২ |
পূর্ববর্তী সংস্থা |
|
যার এখতিয়ারভুক্ত | যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার |
সদর দপ্তর | মেরিট দ্বীপ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র |
কর্মী | ১৩,১০০ (২০১১) |
বার্ষিক বাজেট | মার্কিন$৩৫০ মিলিয়ন (২০১০) |
সংস্থা নির্বাহী |
|
মূল সংস্থা | নাসা |
ওয়েবসাইট | NASA KSC home page |
মানচিত্র | |
পাদটীকা | |
[1] |
কেনেডি স্পেস সেন্টার জ্যাকসনভিল এবং মিয়ামির মধ্যে ফ্লোরিডায় রয়েছে। সাইটটি মেরিট আইল্যান্ডে এবং ২১৯ বর্গ মাইল জুড়ে রয়েছে। কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার জন্য মেরিট দ্বীপ (Merritt Island) একটি সীমাবদ্ধ অঞ্চল। এ কারণে দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্যে পরিণত হয়েছে। মেরিট আইল্যান্ডের ১০ শতাংশেরও কম অংশ নাসার দখলে থাকায় অবশিষ্ট অঞ্চলটি এখন বিপন্ন ফ্লোরিডা প্যান্থার এবং আইকনিক টাকের ঈগলসহ বিভিন্ন প্রাণীর প্রজাতির আবাসস্থল।
একসময় শিকার ও কীটনাশকের কারণে বিলুপ্তির ঝুঁকির মধ্যে, টাক ঈগল এখন উত্তর আমেরিকার বেশিরভাগ অংশে সমৃদ্ধ হচ্ছে। ১৯৭০-এর দশকে বিপন্ন প্রজাতির আইনের আওতায় সুরক্ষিত প্রথম প্রজাতির মধ্যে একটি আমেরিকার জাতীয় প্রতীক এখন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.