Loading AI tools
জাপানি ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেনসুকে নাগাই (জাপানি: 永井 謙佑, ইংরেজি: Kensuke Nagai; জন্ম: ৫ মার্চ ১৯৮৯) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিও এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[1][2] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৫ মার্চ ১৯৮৯ | ||
জন্ম স্থান | ফুকুইয়ামা, জাপান | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | টোকিও | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৬ | কিউশু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় | ||
২০০৬–২০০৯ | ফুকুওকা বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯ | আবিস্পা ফুকুওকা | ৫ | (০) |
২০১০ | ভিসেল কোবে | ৩ | (০) |
২০১১–২০১২ | নাগোইয়া গ্রাম্পাস | ৫৭ | (১৩) |
২০১৩–২০১৪ | স্ট্যান্ডার্ড লিয়েজ | ৩ | (০) |
২০১৩–২০১৪ | → নাগোইয়া গ্রাম্পাস (ধার) | ৪২ | (১২) |
২০১৫–২০১৬ | নাগোইয়া গ্রাম্পাস | ৬২ | (১৭) |
২০১৭– | টোকিও | ১৭৬ | (২১) |
জাতীয় দল‡ | |||
২০০৭–২০০৮ | জাপান অনূর্ধ্ব-১৮ | ৩ | (১) |
২০০৮ | জাপান অনূর্ধ্ব-১৯ | ৩ | (৪) |
২০০৯–২০১১ | জাপান অনূর্ধ্ব-২০ | ৫ | (১) |
২০০৯–২০১২ | জাপান অনূর্ধ্ব-২৩ | ৩১ | (১৩) |
২০১০– | জাপান | ১২ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৫১, ১৯ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫১, ১৯ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৭ সালে, নাগাই জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২ ম্যাচে ৩টি গোল করেছেন।
কেনসুকে নাগাই ১৯৮৯ সালের ৫ই মার্চ তারিখে জাপানের ফুকুইয়ামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
নাগাই জাপান অনূর্ধ্ব-১৮, জাপান অনূর্ধ্ব-১৯, জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ৪২ ম্যাচে অংশগ্রহণ করে ১৯টি গোল করেছেন।
২০১০ সালের ৬ই জানুয়ারি তারিখে, ২০ বছর, ১০ মাস ও ১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নাগাই ইয়েমেনের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১১ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[3] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় কাজুমা ওয়াতানবের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[4] ম্যাচে তিনি ৮৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[5] ম্যাচটি জাপান ৩–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[6] জাপানের হয়ে অভিষেকের বছরে নাগাই সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জাপান | ২০১০ | ১ | ০ |
২০১৫ | ৫ | ০ | |
২০১৯ | ৬ | ৩ | |
সর্বমোট | ১২ | ৩ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.