কেদারনাথ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেদারনাথ (হিন্দি: केदारनाथ) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি নগর পঞ্চায়েত। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এটি হিমালয় পর্বতমালায় ৩,৫৮৪ মিটার (১১,৭৫৯ ফিট) উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থায়। শহরটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি ছোট চার ধাম তীর্থ-চতুষ্টয়ের অন্যতম।
কেদারনাথ | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ৩০.৭৩° উত্তর ৭৯.০৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরাখণ্ড |
জেলা | রুদ্রপ্রয়াগ জেলা |
উচ্চতা | ৩,৫৫৩ মিটার (১১,৬৫৭ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪৭৯ |
ভাষা | |
• সরকারি | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+5:30) |
পৌরাণিক রাজা কেদারের নামে কেদারনাথ শহরটি নামাঙ্কিত। কথিত আছে, তিনি সত্য যুগের রাজা ছিলেন। তাঁর রাজ্যের নাম ছিল কেদারখণমহাভারতেও কেদারনাথের উল্লেখ আছে। পাণ্ডবরা এখানে শিবের তপস্যা করেছিলেন।
কেদারনাথ প্রাচীন কাল থেকেই একটি তীর্থস্থান। মন্দিরের নির্মাণের কৃতিত্ব মহাভারতে উল্লিখিত পাণ্ডব ভাইদের।[1][2] তবে মহাভারতে কেদারনাথ বলে কোনো স্থানের উল্লেখ নেই। কেদারনাথের প্রাচীনতম উল্লেখগুলির মধ্যে একটি স্কন্দ পুরাণে (আনুমানিক ৭ম-৮ম শতাব্দী) পাওয়া যায় যে, কেদারা (কেদারনাথ) নামের সেই স্থান যেখানে ভগবান শিব তার জট-পাকান চুল থেকে গঙ্গার পবিত্র জল ছেড়ে দিয়েছিলেন। যার ফলে গঙ্গা নদী সৃষ্টি হয়েছিল।[3]
মাধবের সংক্ষেপা-শঙ্করা-বিজয়ার উপর ভিত্তি করে রচিত হ্যাজিওগ্রাফি অনুসারে, অষ্টম শতাব্দীর দার্শনিক আদি শঙ্করাচার্য কেদারনাথ পর্বতের কাছে মারা গিয়েছিলেন; যদিও আনন্দগিরির প্রাচীন-শঙ্করা-বিজয়ার উপর ভিত্তি করে অন্যান্য হ্যাজিওগ্রাফিতে বলা হয়েছে যে তিনি কাঞ্চিপুরমে মারা গেছেন। আদি শঙ্করাচার্যের কথিত বিশ্রামস্থল চিহ্নিত একটি স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ কেদারনাথে অবস্থিত।[4] ১২ শতকের মধ্যে কেদারনাথ অবশ্যই একটি বিশিষ্ট তীর্থস্থান ছিল যখন এটি গহদাভালা মন্ত্রী ভট্ট লক্ষ্মীধারার লেখা কৃত্য-কল্পতরুতে উল্লেখ করা হয়েছে।[5]
কেদারনাথ উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে ২২৩ কিমি দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মি (১১,৭৫৫ ফু) উচ্চতায় মন্দাকিনী নদীর উৎসের কাছাকাছি অবস্থিত।[6] মন্দাকিনী নদীর তীরে একটি অনুর্বর প্রসারিত জমিতে জনপদটি গড়ে উঠেছে। হিমালয়ের চারপাশের দৃশ্য এবং সবুজ চারণভূমি এটিকে তীর্থযাত্রা এবং ভ্রমণের জন্য একটি খুব আকর্ষণীয় স্থান করে তোলে। শহর এবং কেদারনাথ মন্দিরের পিছনে ৬,৯৪০ মি (২২,৭৬৯ ফু)-এ কেদার গম্বুজ, ৬,৮৩১ মি (২২,৪১১ ফু)-এ মহিমান্বিত কেদারনাথ শৃঙ্গ এবং অন্যান্য চূড়ার ব্যাপ্তি রয়েছে।[6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.