কেচাম, আইডাহো
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেচাম হল মার্কিন যুক্তরাষ্ট্রএ আইডাহো অঙ্গরাজ্যের কেন্দ্রে অবস্থিত ব্লেইন কাউন্টির একটি শহর। ২০১০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা ২,৬৮৯,[3] যা ২০০০ সালে ছিল ৩,০০৩। উড রিভার ভ্যালিতে অবস্থিত কেচাম সান ভ্যালির সংলগ্ন স্থানে অবস্থিত এবং স্কিইঙের জন্য বিশ্ববিখ্যাত বল্ড পর্বতের সানুদেশের উপত্যকায় অবস্থিত। শহরটি মাছ ধরা, হাইকিং, ট্রেইল রাইডিং, টেনিস, শপিং, শিল্পকর্মের চিত্রশালা ও আরও বিভিন্ন উপলক্ষ্যে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। কেচারের জন্য প্রতিষ্ঠিত বিমানবন্দর ফ্রিডম্যান মেমোরিয়াল এয়ারপোর্ট প্রায় ১৫ মাইল (২৪ কিমি) দূরে হেইলিতে অবস্থিত।
কেচাম, আইডাহো | |
---|---|
শহর | |
নীতিবাক্য: "Small town, big life." | |
আইডাহোর ব্লেইন কাউন্টিতে কেচামের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৩°৪০′৫২″ উত্তর ১১৪°২২′১৮″ পশ্চিম[1] | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য | আইডাহো |
কাউন্টি | ব্লেইন |
প্রতিষ্ঠা | ১৮৮০ |
সরকার | |
• মেয়র | নিল ব্র্যাডশ |
আয়তন[2] | |
• মোট | ৩.২৫ বর্গমাইল (৮.৪৩ বর্গকিমি) |
• স্থলভাগ | ৩.২১ বর্গমাইল (৮.৩১ বর্গকিমি) |
• জলভাগ | ০.০৫ বর্গমাইল (০.১২ বর্গকিমি) |
উচ্চতা | ৫,৮৫৩ ফুট (১,৭৮৪ মিটার) |
জনসংখ্যা (২০১০)[3] | |
• মোট | ২,৬৮৯ |
• আনুমানিক (২০১৬)[4] | ২,৭৫৩ |
• জনঘনত্ব | ৮৫৮.৪৩/বর্গমাইল (৩৩১.৪৫/বর্গকিমি) |
সময় অঞ্চল | এমএসটি (ইউটিসি-7) |
• গ্রীষ্মকালীন (দিসস) | এমডিটি (ইউটিসি-6) |
জিপ কোড | ৮৩৩৪০ |
এলাকা কোড | ২০৮ |
এফআইপিএস কোড | ১৬-৪৩০৩০ |
জিএনআইএস ফিচার আইডি | ০৩৯৭৮৩৩ |
ওয়েবসাইট | ketchumidaho |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.