Remove ads
মার্কিন অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কেইলি স্পেনি (ইংরেজি: Cailee Spaeny; জন্ম: ১৯৯৭/১৯৯৮) একজন মার্কিন অভিনেত্রী।[1] তিনি প্রিসিলা (২০২৩) চলচ্চিত্রে প্রিসিলা প্রেসলি চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভোল্পি কাপ অর্জন করেন ও নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
কেইলি স্পেনি | |
---|---|
ইংরেজি: Cailee Spaeny | |
জন্ম | ১৯৯৭/১৯৯৮ স্প্রিংফিল্ড, মিজুরি, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৪-বর্তমান |
স্পেনির প্রথম উল্লেখযোগ্য কাজ হল বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর প্যাসিফিক রিম আপরাইজিং (২০১৮); এরপর সেই বছর তিনি ব্যাড টাইমস অ্যাট দি এল রয়্যাল, অন দ্য বেসিস অব সেক্স ও ভাইস চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি এফএক্স অন হুলুর ডেভস (২০২০) ও এইচবিওর মেয়ার অব ইস্টটাউন (২০২১) সীমিত ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে এবং ভীতিপ্রদ দ্য ক্রাফট: লেগ্যাসি (২০২০) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৬ | কাউন্টিং টু ১০০০ | এরিকা | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১৮ | প্যাসিফিক রিম আপরাইজিং | আমারা নামানি | |
ব্যাড টাইমস অ্যাট দি এল রয়্যাল | রোজ সামারস্প্রিং | ||
অন দ্য বেসিস অব সেক্স | জেন জিন্সবার্গ | ||
ভাইস | লিন চেনি (তরুণী) | ||
২০২০ | দ্য ক্রাফট লেগ্যাসি | লিলি শেচনার | |
২০২১ | হাউ ইট এন্ডস | লিটল লিজা | |
২০২২ | আনলিমিটেড ওয়ার্ল্ড | লার্স | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০২৩ | প্রিসিলা | প্রিসিলা প্রেসলি | |
২০২৪ | সিভিল ওয়ার | ঘোষিত হবে | নির্মাণাধীন |
অ্যালিয়েন: রোমুলাস | ঘোষিত হবে | নির্মাণাধীন[2] |
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০২০ | ডেভস | লিন্ডন | সীমিত ধারাবাহিক |
২০২১ | মেয়ার অব ইস্টটাউন | এরিন ম্যাকমেনামিন | সীমিত ধারাবাহিক |
২০২২ | দ্য ফার্স্ট লেডি | অ্যানা রুজভেল্ট হ্যালস্টেড | পুনরাবৃত্ত চরিত্র |
বছর | গান | সঙ্গীতশিল্পী/সঙ্গীতদল | টীকা |
---|---|---|---|
২০১৯ | "সেন্ড হার টু হেভেন" | দি অল-আমেরিকান রিজেক্টস |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.