কুশমন্ডি বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুশমন্ডি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এসসি এর জন্য সংরক্ষিত।
কুশমন্ডি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৩১′২০″ উত্তর ৮৮°২১′২৬″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ দিনাজপুর |
কেন্দ্র নং. | ৩৭ |
আসন | এসসি এর জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ৬. বালুরঘাট |
নির্বাচনী বছর | ১৫৫,৭০৯ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৩৭ নং কুশমন্ডি (এসসি) বিধানসভা কেন্দ্রটি কুশমন্ডি সমষ্টি উন্নয়ন ব্লক এবং বেলবাড়ি-২, জাহাঙ্গীরপুর এবং সুকদেবপুর গ্রাম পঞ্চায়েত গুলি গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
কুশমন্ডি বিধানসভা কেন্দ্রটি ৬ নং বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৬২ | কুশমন্ডি | খলিল সায়েদ | ভারতের কমিউনিস্ট পার্টি[২] |
১৯৬৭ | যতীন্দ্র মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
১৯৬৯ | যতীন্দ্র মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[৪] | |
১৯৭১ | যতীন্দ্র মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] | |
১৯৭২ | যতীন্দ্র মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[৬] | |
১৯৭৭ | ধীরেন্দ্রনাথ সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৭] | |
১৯৮২ | ধীরেন্দ্রনাথ সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | |
১৯৮৭ | নর্মদা চন্দ্র রায় | বিপ্লবী সমাজতন্ত্রী দল[৯] | |
১৯৯১ | নর্মদা চন্দ্র রায় | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১০] | |
১৯৯৬ | নর্মদা চন্দ্র রায় | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১১] | |
২০০১ | নর্মদা চন্দ্র রায় | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১২] | |
২০০৬ | নর্মদা চন্দ্র রায় | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১৩] | |
২০১১ | নর্মদা চন্দ্র রায় | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১৪] |
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০১৬
২০১৬ সালের নির্বাচনে, আরএসপি'র নর্মদা চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের রেখা রায়কে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আরএসপি | নর্মদা চন্দ্র রায় | ৬৮,৯৬৫ | ৪৩.২০ | -৪.২২ | |
তৃণমূল | রেখা রায় | ৬৫,৪৩৬ | ৪১.০০ | -৩.৮২ | |
বিজেপি | রঞ্জিত কুমার রায় | ২০,১৮৩ | ১২.৭০ | ||
বিএসপি | জয়দেব মণ্ডল | ২,০০৯ | ১.৩০ | ||
নির্দল | অনিল কুমার সিংহ | ১,৪৯৫ | ০.৯০ | ||
নির্দল | জগন্নাথ রায় | ১,৪৬৮ | ০.৯০ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৯,৫৫৬ | ৮৫.৮ | |||
আরএসপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০১১
২০১১ সালের নির্বাচনে, আরএসপি'র নর্মদা চন্দ্র রায় কংগ্রেসের পার্থসারথি সরকারকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আরএসপি | নর্মদা চন্দ্র রায় | ৬৬,৩৬৮ | ৪৭.৪২ | +০.৪৬ | |
কংগ্রেস | পার্থসারথি সরকার | ৬২,৭২৫ | ৪৪.৮২ | -১.৪৬# | |
বিজেপি | রঞ্জিত কুমার রায় | ৫,২৮৬ | ৩.৭৮ | ||
নির্দল | রঘুনাথ সরকার | ২,৩০৬ | |||
বিএসপি | প্রশান্ত মণ্ডল | ১,২৯৫ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | সুবেশ সরকার | ১,০৫৭ | |||
নির্দল | গৌরাঙ্গ বর্মণ | ৯১৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৯,৯৫২ | ৮৯.৮৮ | |||
আরএসপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | ২.০২# |
১৯৭৭-২০০৬
২০০৬[১৩], ২০০১[১২], ১৯৯৬[১১], ১৯৯১[১০] এবং ১৯৮৭[৯] রাজ্যের বিধানসভা নির্বাচনে, আরএসপি'র নর্মদা চন্দ্র রায় ৩৭ নং কুশমন্ডি (এসসি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাজীব লোচন সরকার, তৃণমূল কংগ্রেসের জিতেন্দ্রনাথ সরকার, কংগ্রেসের কৃষ্ণচন্দ্র সরকার, কংগ্রেসের জিতেন্দ্রনাথ সরকার এবং কংগ্রেসের ধীরেন্দ্রনাথ সরকারকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৮২ সালে কংগ্রেসের ধীরেন্দ্রনাথ সরকার আরএসপি'র নর্মদা চন্দ্র রায়কে পরাজিত করেন[৮] এবং ১৯৭৭ সালে আরএসপি'র জগেন্দ্রনাথ রায়কে পরাজিত করেন।[৭][১৬]
১৯৬২-১৯৭২
১৯৭২[৬] , ১৯৭১[৫] , ১৯৬৯[৪] এবং ১৯৬৭ সালে[৩] কংগ্রেসের জিতেন্দ্র মোহন রায় জয়ী হন। সিপিআই এর খলিল সায়েদ ১৯৬২ সালে জয়ী হন।[২] এই আসনটি আগে বিদ্যমান ছিল না।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.