কুলটি বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুলটি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র।
কুলটি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′ উত্তর ৮৬°৫৬′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম বর্ধমান |
কেন্দ্র নং. | ২৮২ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৪০.আসানসোল |
নির্বাচনী বছর | ১৮৭,৫০৫ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৮২ নং কুলটি বিধানসভা কেন্দ্রটি কুলটি পৌরসভা এর অন্তর্গত।[১]
কুলটি বিধানসভা কেন্দ্রটি ৪০ নং আসানসোল লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [১]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল | |
---|---|---|---|---|
১৯৫১ | কুলটি | জয় নারায়ণ শর্মা | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] | |
বৈদ্যনাথ মণ্ডল | ভারতীয় জাতীয় কংগ্রেস [২] | |||
১৯৫৭ | বেনারসী প্রসাদ ঝা | প্রজা সোশালিস্ট পার্টি[৩] | ||
১৯৬২ | ডা. জয় নারায়ণ শর্মা | ভারতীয় জাতীয় কংগ্রেস[৪] | ||
১৯৬৭ | ডা. জয় নারায়ণ শর্মা | ভারতীয় জাতীয় কংগ্রেস [৫] | ||
১৯৬৯ | ডা. তারকনাথ চক্রবর্তী | সমযুক্ত সোশালিস্ট পার্টি[৬] | ||
১৯৭১ | রামদাস ব্যানার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৭] | ||
১৯৭২ | রামদাস ব্যানার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | ||
১৯৭৭ | মধু ব্যানার্জী | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[৯] | ||
১৯৮২ | মধু ব্যানার্জী | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১০] | ||
১৯৮৭ | তুহিন সামন্ত | ভারতীয় জাতীয় কংগ্রেস[১১] | ||
১৯৯১ | মানিকলাল আচার্য | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১২] | ||
১৯৯৬ | মানিকলাল আচার্য | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১৩] | ||
২০০১ | মানিকলাল আচার্য | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১৪] | ||
২০০৬ | উজ্জ্বল চ্যাটার্জী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৫] | ||
২০১১ | উজ্জ্বল চ্যাটার্জী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] |
নির্বাচনী ফলাফল
সারাংশ
প্রসঙ্গ
২০১১
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল চ্যাটার্জী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএফবি এর মানিকলাল আচার্যকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | উজ্জ্বল চ্যাটার্জী | ৭৭,৬১০ | ৫৭.৩৮ | -০.৩৮ | |
ফরওয়ার্ড ব্লক | মানিকলাল আচার্য | ৪৯,০৪৪ | ৩২.২৬ | -৬.২২ | |
বিজেপি | বিবেকানন্দ ভট্টাচার্য | ৫,৬৬৬ | ৪.১৯ | ||
জেডি(ইউ) | সুভাষ সিং | ৩,৫৬৭ | |||
জেএমএম | সিংরাই মারান্দী | ২,৪৬৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৫,২৬২ | ৭২.১৪ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +৫.৯৪ |
পার্টি | আসন জয় | আসন পরিবর্তন |
---|---|---|
তৃণমূল কংগ্রেস | ১৫ | ![]() |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ১ | ![]() |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ৮ | ![]() |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ১ | ![]() |
মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক | ০ | ![]() |
১৯৭৭-২০০৬
তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল চ্যাটার্জী ২০০৬ সালে কুলটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। ফরওয়ার্ড ব্লকের মানিকলাল আচার্য ২০০১, ১৯৯৬ এবং ১৯৯১ সালে জয়ী হন। ১৯৮৭ সালে কংগ্রেসের তুহিন সামন্ত জয়ী হন। ১৯৮২ এবং ১৯৭৭ সালে ফরওয়ার্ড ব্লকের মধু ব্যানার্জী জয়ী হন।[২০]
১৯৫১-১৯৭২
১৯৭২ এবং ১৯৭১ সালে কংগ্রেসের রামদাস ব্যানার্জী জয়ী হন। ১৯৬৯ সালে সমযুক্ত সোশালিস্ট পার্টির ডা. তারকনাথ চক্রবর্তী জয়ী হন। ১৯৬৭ এবং ১৯৬২ সালে কংগ্রেসের ডা. জয় নারায়ণ শর্মা জয়ী হন। ১৯৫৭ সালে পিএসপির বেনারসী প্রসাদ ঝা জয়ী হন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে, কুলটি কেন্দ্রটি যৌথ আসন ছিল। কংগ্রেসের জয় নারায়ণ শর্মা এবং বৈদ্যনাথ মণ্ডল উভয়ই জয়ী হন।[২১]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.