এটি বাংলাদেশের কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থিত কুমিল্লা মহানগরীর নাগরিকদের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানা

দ্রুত তথ্য খোলার তারিখ, অবস্থান ...
কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
খোলার তারিখ১৯৮৬
অবস্থানশহীদ সামসুল হক সড়ক, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা
আয়তন১০ একর
প্রাণীর সংখ্যা১৮
প্রজাতির সংখ্যা১২
প্রধান প্রদর্শনসমূহএশিয়ান কালো ভাল্লুক, মায়া হরিণ, চিত্রা হরিণ
স্বত্বাধিকারীবাংলাদেশ সরকার
Thumb
বন্ধ

চিড়িয়াখানা হল প্রাথমিকভাবে শুষ্ক সুবিধা প্রদানকারী স্থান যেখানে প্রাণীদের পরিবেষ্টন সীমাবদ্ধ থাকে এবং জনসাধারণের নিকট তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

Thumb
কুমিল্লা চিড়িয়াখানার ঘোড়া

ইতিহাস

১৯৮৬ সালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি মৌজায় জেলা প্রশাসকের বাংলোর পাশে ১০.১৫ একর জমিতে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলা হয়। জেলা পরিষদ এ ভূমির মালিক জেলা প্রশাসন, ব্যবস্থাপনায় রয়েছে।

পশুপাখি

বর্তমান মাত্র ১৬টি পশুপাখি এখানে রয়েছে, সাতটি ভিন্ন প্রজাতির বানর, দুইটি ভাল্লুক, দুটি জলকুক্কুট, দুই মিশরীয় মুরগি, একটি পাইথন এবং একটি খরগোশ।

গ্যালারি

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.