Remove ads
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুমিরা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কুমিরা | |
---|---|
ইউনিয়ন | |
৭নং কুমিরা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কুমিরা ইউনিয়ন, সীতাকুণ্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩০′৩৯″ উত্তর ৯১°৪২′২১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী |
আয়তন | |
• মোট | ৩৪.৫৬ বর্গকিমি (১৩.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৪,১৩৫ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কুমিরা ইউনিয়নের আয়তন ৮৫৩৭ একর[১] (৩৪.৫৬ বর্গ কিলোমিটার)।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কুমিরা ইউনিয়নের লোকসংখ্যা ৩৪,১৩৫ জন। এর মধ্যে পুরুষ ১৮,৪৯৭ জন এবং মহিলা ১৫,৬৩৮ জন।[১]
সীতাকুণ্ড উপজেলার মধ্যভাগে কুমিরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাঁশবাড়িয়া ইউনিয়ন, পূর্বে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন ও হাটহাজারী পৌরসভা, দক্ষিণে সোনাইছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন অবস্থিত।
কুমিরা ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর মছজিদ্দা, মোল্লাপাড়া, পুনর্বাসন, হিন্দু পাড়া, কান্দানী পাড়া, মন্ধম পাড়া, মাঝামাঝি পাড়া, নাথ পাড়া, মগ পুকুর, ত্রিপুরা পাড়া |
২নং ওয়ার্ড | মছজিদ্দা, দেলীপাড়া, চৌধুরী বাড়ী, পাখর পাড়া |
৩নং ওয়ার্ড | দক্ষিণ মছজিদ্দা, জামাই পাড়া, মাস্টার পাড়া |
৪নং ওয়ার্ড | হিঙ্গরী পাড়া, ছোট কুমিরা, মছজিদ্দা |
৫নং ওয়ার্ড | কাজী পাড়া |
৬নং ওয়ার্ড | সোনারপাড়া, রহমতপুর |
৭নং ওয়ার্ড | কুমিরা, বাজার পাড়া, নিউ রাজাপুর, কলোনী, রহমতপুর |
৮নং ওয়ার্ড | কুমিরা কালী বাড়ী |
৯নং ওয়ার্ড | কোর্টপাড়া, আলেকদিয়া |
কুমিরা নামকরণের কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে নামকরণে স্থানীয় এলাকায় বিভিন্ন জনশ্রুতি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কুমিরা অঞ্চলের পশ্চিম পাশে সমুদ্র তীরবর্তী এলাকায় একসময় কুমিরের উপদ্রব ছিল। তাই এ অঞ্চলের নামকরণ করা হয় 'কুমিরা'।
কুমিরের 'রা' (ডাক শব্দ যেমন সব শিয়ালের একরা) থেকে 'কুমিরা' নামের উৎপত্তি হয় বলে অনেকের বিশ্বাস। তখনকার দিনে শিশুদের কান্না থামাতে মায়ের মুখে কুমিরের রা' বা ডাকের অনুকরণ করে ওদের ভয় দেখাত।
আরেকটি জনশ্রুতি এরকম, হিন্দুদের কুমারী দেবী বিশেষ বিশেষ সময়ে ওখানকার খালে (বর্তমানে কুমিরা খাল) এসে অলৌকিক ও দৈব শক্তি প্রদর্শন করেছেন। কুমারী দেবীর নাম অনুসারে সে এলাকার নামকরণ হয় 'কুমিরা'। অর্থাৎ কুমারী থেকে কুমিরা। দেবীর সম্মানে কুমারী মন্দিরে এখনো পূজা দেওয়া হয়।[৩]
কুমিরা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৫৫%।[১] এ ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কলেজ
কুমিরা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়। এছাড়াও রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (কুমিরা স্টেশন)।
কুমিরা ইউনিয়নে ২৭টি মসজিদ, ৭টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[২]
কুমিরা ইউনিয়নের পশ্চিম পাশে সন্দ্বীপ চ্যানেল। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বড় কুমিরা খাল এবং ছোট কুমিরা খাল।[৮]
কুমিরা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল কুমিরা হাট এবং মছজিদ্দা বাজার।[৯]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | পরেশ নাথ ভৌমিক | ১৯২৫-১৯৩১ |
০২ | আজিজ উল্লাহ উকিল | ১৯৩১-১৯৩৬ |
০৩ | নোয়াব মিয়া চৌধুরী | ১৯৩৬-১৯৪০ |
০৪ | এয়ার মোহাম্মদ চৌধুরী | ১৯৪০-১৯৫২ |
০৫ | জহুরুল ইসলাম চৌধুরী | ১৯৫২-১৯৬৫ |
০৬ | মকসুদ আলী চৌধুরী | ১৯৬৫-১৯৭৪ |
০৭ | ননী গোপাল দত্ত | ১৯৭৪-১৯৭৭ |
০৮ | নুরুদ্দীন আহমেদ চৌধুরী | ১৯৭৭-১৯৮৪ |
০৯ | জহুরুল ইসলাম চৌধুরী | ১৯৮৪-১৯৮৮ |
১০ | আ ফ ম মফিজুর রহমান | ১৯৮৮-১৯৯১ |
১১ | আ ক ম কামাল উদ্দীন (ভারপ্রাপ্ত) | ১৯৯১-১৯৯২ |
১২ | কাজী আহমদ হোসেন জাহাঙ্গীর | ১৯৯২-১৯৯৮ |
১৩ | জসিম উদ্দীন আহমদ চৌধুরী | ১৯৯৮-২০০৩ |
১৪ | আ ফ ম মফিজুর রহমান | ২০০৩-২০১১ |
১৫ | জসিম উদ্দীন আহমদ চৌধুরী | ২০১১-২০১৬ |
১৬ | মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী | ২০১৬-বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.