কিসমত কানেকশন (হিন্দি: क़िस्मत कनेक्शन, [Kismat Konnection - Fate Connection] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) এটি ২০০৮ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন আজিজ মির্জা। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর ও বিদ্যা বালান । এছাড়াও আছেন জুহি চাওলা, ওম পুরি, বোমান ঈরানী সহ আরোও অনেকে। ছবিটি ১৮ জুলাই, ২০০৮-এ মুক্তি লাভ করে।[1][2][3]
কিসমত কানেকশন | |
---|---|
পরিচালক | আজিজ মির্জা |
প্রযোজক | রমেশ তুরানি কুমার এস. তুরানি |
কাহিনিকার | রাহিলা মির্জা |
শ্রেষ্ঠাংশে | শহীদ কাপুর বিদ্যা বালান জুহি চাওলা ওম পুরি বোমান ঈরানী |
সুরকার | প্রিতম সাজিদ-ওয়াজিদ |
চিত্রগ্রাহক | বিনদ প্রধান |
সম্পাদক | অমিতাভ শুক্লা |
পরিবেশক | টিপস মিউসিক ফিল্মস ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি | ১৮ জুলাই, ২০০৮ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শ্রেষ্ঠাংশে
- শহীদ কাপুর - রাজ মালহোত্রা
- বিদ্যা বালান - প্রিয়া
- জুহি চাওলা - হাসিনা বানো জান
- ওম পুরি - সনজীভ গিল
- বিশাল মালহোত্রা - হিতেন পাতেল
- হিমানী শিভপুরি - মিসেস সনজীভ গিল
- হায়দার আলী -
- শেহনাজ আনন্দ -
- কারানভির বহরা -
- অমিত বর্মা -
- দিমপাল শর্মা -
- বোমান ঈরানী - বাতরা
- শাহরুখ খান - কথক (কন্ঠ)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.