কিলোওয়াট ঘণ্টা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কিলোওয়াট ঘণ্টা শক্তির একটি একক (প্রতীক : kWh, kW·h, or kW h ) যা ১০০০ ওয়াট-ঘণ্টা, বা ৩.৬ মেগাজুলের সমান[১][২]। যদি শক্তি একটি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট হারে (ক্ষমতা) প্রবাহিত বা ব্যবহৃত হয় তাহলে কিলোওয়াট-ঘণ্টায় মোট শক্তির পরিমাণ হবে ক্ষমতা (কিলোওয়াাট) এবং সময়ের (ঘণ্টা) গুণফলের সমান। কিলোওয়াট-ঘণ্টা সাধারণত বৈদ্যুতিক মিটার দ্বারা ভোক্তাদের মাঝে বিতরণকৃত শক্তির জন্য একটি বিলিং একক হিসাবে ব্যবহৃত হয়।
কিলোওয়াট-ঘণ্টা (প্রতীক kWh) এক ঘণ্টার জন্য ব্যয়িত শক্তি এক কিলোওয়াট (১কিলোওয়াট) শক্তির সমতুল্য একটি একক।
এক ওয়াট 1 জুল / সে এর সমান। এক কিলোওয়াট-ঘণ্টা ৩.৬ মেগাজুলের সমান, যা এক ঘণ্টা ধরে এক হাজার ওয়াট হারে কাজ করলে যে শক্তি রুপান্তর হয় তার সমান। শক্তির আন্তর্জাতিক একক (এস আই) হচ্ছে জুল। সময় এস আই একক নয় [৩], তাই বলা যায় কিলোওয়াট ঘণ্টা শক্তির আন্তর্জাতিক একক নয়।
জুল | ওয়াট ঘণ্টা | কিলোওয়াট ঘণ্টা | ইলেকট্রনভোল্ট | ক্যালরি | |
---|---|---|---|---|---|
১ জুল = ১ কেজি·মি২ সে−২ = | ১ | ২.৭৭৭৭৮ × ১০−৪ | ২.৭৭৭৭৮ × ১০−৭ | ৬.২৪১ × ১০১৮ | ০.২৩৯ |
১ ওয়াট ঘণ্টা = | ৩৬০০ | ১ | ০.০০১ | ২.২৪৭ × ১০২২ | ৮৫৯.৮ |
১ কিলোওয়াট ঘণ্টা = | ৩.৬ × ১০৬ | ১০০০ | ১ | ২.২৪৭ × ১০২৫ | ৮.৫৯৮× ১০৫ |
১ ইলেকট্রনভোল্ট = | ১.৬০২ × ১০−১৯ | ৪.৪৫× ১০−২৩ | ৪.৪৫ × ১০−২৬ | ১ | ৩.৮২৭ × ১০−২০ |
১ ক্যালরী = | ৪.১৮৬৮ | ১.১৬৩ × ১০−৩ | ১.১৬৩ × ১০−৬ | ২.৬১৩× ১০১৯ | ১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.