কাস্কী জেলা
নেপালের জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নেপালের জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কাস্কী জেলা (নেপালি: कास्की जिल्ला , হচ্ছে নেপালের পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের গণ্ডকী অঞ্চলের একটি জেলা। পোখরা হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ২,০১৭ কিমি২ (৭৭৯ মা২)।। ২০০১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৩৮০,৫২৭ জন।
কাস্কী জেলা कास्की | |
---|---|
District | |
Location of Kaski (dark yellow) in Gandaki Pradesh | |
নেপালের মানচিত্রে কাস্কী জেলার অবস্থান | |
Country | নেপাল |
Province | Gandaki Pradesh |
Admin HQ. | Pokhara |
সরকার | |
• ধরন | Coordination committee |
• শাসক | DCC, Kaski |
আয়তন | |
• মোট | ২০১৭ বর্গকিমি (৭৭৯ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৪,৯২,০৯৮ |
• জনঘনত্ব | ২৪০/বর্গকিমি (৬৩০/বর্গমাইল) |
সময় অঞ্চল | NPT (ইউটিসি+05:45) |
ওয়েবসাইট | www.ddckaski.gov.np/ |
এটা বিশ্বাস করা হয় যে কাস্কিতে মানব বসতি প্রাক-ঐতিহাসিক কাল থেকেই ছিল। অনেক ইতিহাসবিদ কাস্কিকে উল্লেখ করেছেন কাশ্যপ ঋষি শব্দ থেকে উদ্ভূত। উপত্যকার অভ্যন্তরে সভ্যতার সূচনা খাস শাসকদের দিয়ে হয়েছিল।
২০১১ সালের নেপাল শুমারি অনুসারে কাসকি জেলার জনসংখ্যা হল ৪৯২,০৯৮ জন।
জেলা ক্রীড়া কমিটি সূত্রে জানা গেছে, কাস্কি জেলার প্রায় ৪১৭ রোপানী আয়তনের পোখরা রঙ্গশালা নামে একটি স্টেডিয়াম রয়েছে যেখানে ২১,০০০ দর্শকের ধারণক্ষমতা রয়েছে।
জেলাটি একটি মহানগর শহর এবং চারটি গ্রামীণ পৌরসভা নিয়ে গঠিত। এগুলি নিম্নরূপ:[1]
সকল শাসন এবং এই জেলার উন্নয়ন প্রধানত জেলা উন্নয়ন কমিটি, কাস্কী দ্বারা পরিচালিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.