উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কাসিমির ফাঙ্ক[১] (ইংরেজি: Casimir Funk) (২৩শে ফেব্রুয়ারি, ১৮৮৪ - ১৯ নভেম্বর, ১৯৬৭ [২]) পোল্যান্ড জন্ম নেন। তিনি ভিটামিন আবিষ্কারের জন্য বিখ্যাত।[৩]
কাসিমির ফাঙ্ক | |
---|---|
জন্ম | ওয়ার্সা, পোল্যান্ড | ২৩ ফেব্রুয়ারি ১৮৮৪
মৃত্যু | নভেম্বর ২০, ১৯৬৭ ৮৩) নিউ ইয়র্ক , মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | পোল্যান্ড |
মাতৃশিক্ষায়তন | University of Bern, Switzerland |
পরিচিতির কারণ | Nutritional research, formulation of the concept of Vitamins |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Biochemist |
প্রতিষ্ঠানসমূহ | Pasteur Institute, Lister Institute, Funk Foundation for Medical Research |
তিনি বেরি বেরি রোগের উপর গবেষ্ণা করার সময় খাদ্যে পুষ্টি দ্রব্যের অভাবের ব্যাপারে বক্তব্য রাখেন। এই ভাবেই আবিষ্কার হয় ভিটামিন। প্রথমে এর নাম ছিল Vita Amine.
Seamless Wikipedia browsing. On steroids.