কালারিপায়াত্তু
ভারতীয় মার্শাল আর্ট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কালারিপায়াত্তু ভারতীয় মার্শাল আর্ট যেটা কিনা দক্ষিণি রাজ্য কেরালা থেকে এসেছে। এটি একটি পুরাতন যুদ্ধ বিষয়ক খেলা যা কেরালা ছাড়াও তামিল নাড়ু এবং কর্ণাটকেও[১] খেলা হয় এমনকি এটি উত্তরপূর্ব শ্রীলঙ্কা এবং মালয়শিয়ার মালায়ি সম্প্রদায়ের লোকেরাও অনুশীলন করে।[২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.