Loading AI tools
মেক্সিকীয় লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কার্লোস ফুয়েন্তেস মাচাস (স্পেনীয়: Carlos Fuentes Macías) (জন্ম: ১১ই নভেম্বর, ১৯২৮; মৃত্যু: ১৫ই মে, ২০১২) একজন মেক্সিকীয় কথাসাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ল্যাটিন আমেরিকান সাহিত্যের অন্যতম পুরোধা। যদিও তিনি স্প্যানিশ ভাষায় লিখতের তবু ইংরেজি সহ বহু ভাষায় অনূদিত হওয়ার কারণে তার রচনাবলী বিশ্বব্যাপী পরিচিতি ও পাঠকপ্রিয়তা লাভ করেছে। তিনি ল্যাটিন আমেরিকার জীবিত পণ্ডিতব্যক্তিদের মধ্যে অন্যতম। বিষয়টি বহু বছর ধরে আলোচিত হলেও তাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি, তবু গার্সিয়া মার্কেস, ওক্তাভিও পাস, বার্গাস ইয়োসা প্রমুখের সঙ্গে একই কাতারে তার নাম উচ্চারিত হয়ে থাকে। তিনি একই সঙ্গে সাংবাদিক, নাট্যকার, বুদ্ধিজীবী এবং পেশাদার কূটনীতিক হিসাবে পরিচিত ছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো: হোয়্যার দ্য এয়ার ইজ ক্লিনার (১৯৫৮), দ্য ডেথ অব আর্তেমো ক্রুজ (১৯৬২), এ চেইঞ্জ অব স্কিন (১৯৬৭), তেরা নোস্ত্রা (১৯৭৫), দ্য হাইড্রা হেড (১৯৭৮), দ্য ওল্ড গ্রিঙ্গো (১৯৮৫), দ্য ক্যামপেইন (১৯৯০) প্রভৃতি।[1][2]
কার্লোস ফুয়েন্তেস মাচাস | |
---|---|
জন্ম | পানামা সিটি, পানামা | ১১ নভেম্বর ১৯২৮
মৃত্যু | ২০১২ |
পেশা | ঔপন্যাসিক, লেখক |
জাতীয়তা | মেক্সিকীয় |
সময়কাল | ১৯৫৪ |
সাহিত্য আন্দোলন | লাতিন আমেরিকার বিস্ফোরণ |
উল্লেখযোগ্য রচনাবলি | The Death of Artemio Cruz (1962) The Old Gringo (1985) |
দাম্পত্যসঙ্গী | রিটা মাসেডো (১৯৫৯–১৯৭৩) সিলভিয়া লেমুস (১৯৭৬–) |
সন্তান | Cecilia Fuentes Macedo (1962- ), Carlos Fuentes Lemus (1973-1999), Natasha Fuentes Lemus (1976-2005) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.