কশ্যপ সংহিতা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কশ্যপ সংহিতা (সংস্কৃত: कश्यप संहिता) বা বৃদ্ধ জীবকীয় তন্ত্র হলো আয়ুর্বেদের উপর একটি গ্রন্থ যা ঋষি কশ্যপকে করা হয়েছে।

সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, ভেল সংহিতাহরিত সংহিতার মতো গ্রন্থগুলির পাশাপাশি পাঠ্যটিকে প্রায়ই ভারতীয় চিকিৎসা সংক্রান্ত প্রাচীন গ্রন্থগুলির একটি হিসাবে নামকরণ করা হয়।[] এটি আয়ুবেদিক অনুশীলনকারী চরকের গ্রন্থের উপর নির্ভরশীল।[]

আয়ুর্বেদের সমসাময়িক অনুশীলনে, এটি আয়ুবেদিক শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার ক্ষেত্রে পরামর্শ করা হয়।[] এটি আয়ুর্বেদ পাঠ্যক্রমেরও অংশ, বিশেষ করে কৌমরভৃত্য বলরোগ[] গ্রন্থটি মধ্যযুগে চীনা ভাষায় অনুবাদ করা হয়েছিল।[][]

বিষয়বস্তু

কশ্যপ সংহিতায় ২০০টি অধ্যায় রয়েছে।

  • সূত্রস্থান, ৩০টি অধ্যায়
  • নিদান স্থান, ৮টি অধ্যায়
  • বিমান স্থান, ৮টি অধ্যায়
  • ভাগকারী স্থান, ৮টি অধ্যায়
  • ইন্দ্রিয়স্থান, ১২টি অধ্যায়
  • চিকিতসা স্থান, ৩০টি অধ্যায়
  • সিদ্ধিস্থান, ১২টি অধ্যায়
  • কল্পস্থান, ১২টি অধ্যায়
  • খিল ভাগ, ৮০টি অধ্যায়

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.