কশ্যপ সংহিতা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কশ্যপ সংহিতা (সংস্কৃত: कश्यप संहिता) বা বৃদ্ধ জীবকীয় তন্ত্র হলো আয়ুর্বেদের উপর একটি গ্রন্থ যা ঋষি কশ্যপকে করা হয়েছে।
সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, ভেল সংহিতা ও হরিত সংহিতার মতো গ্রন্থগুলির পাশাপাশি পাঠ্যটিকে প্রায়ই ভারতীয় চিকিৎসা সংক্রান্ত প্রাচীন গ্রন্থগুলির একটি হিসাবে নামকরণ করা হয়।[১] এটি আয়ুবেদিক অনুশীলনকারী চরকের গ্রন্থের উপর নির্ভরশীল।[২]
আয়ুর্বেদের সমসাময়িক অনুশীলনে, এটি আয়ুবেদিক শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার ক্ষেত্রে পরামর্শ করা হয়।[৩] এটি আয়ুর্বেদ পাঠ্যক্রমেরও অংশ, বিশেষ করে কৌমরভৃত্য বলরোগ।[৪] গ্রন্থটি মধ্যযুগে চীনা ভাষায় অনুবাদ করা হয়েছিল।[৫][৬]
বিষয়বস্তু
কশ্যপ সংহিতায় ২০০টি অধ্যায় রয়েছে।
- সূত্রস্থান, ৩০টি অধ্যায়
- নিদান স্থান, ৮টি অধ্যায়
- বিমান স্থান, ৮টি অধ্যায়
- ভাগকারী স্থান, ৮টি অধ্যায়
- ইন্দ্রিয়স্থান, ১২টি অধ্যায়
- চিকিতসা স্থান, ৩০টি অধ্যায়
- সিদ্ধিস্থান, ১২টি অধ্যায়
- কল্পস্থান, ১২টি অধ্যায়
- খিল ভাগ, ৮০টি অধ্যায়
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.