কল্পকাহিনী (বিকল্প বানানে কল্পকাহিনি) বা কল্পসাহিত্য (ইংরেজি: Fiction) বলতে শিল্প-সাহিত্যের একটি শাখাকে বোঝায় যাতে রচয়িতার কল্পনা থেকে সৃষ্ট এমন সব গল্প বা কাহিনী অন্তর্ভুক্ত, যেগুলি বাস্তব ঘটনা বা ইতিহাস পুরোপুরি মেনে চলে না।[১][২][৩] কল্পকাহিনীকে শিল্পের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন সাহিত্য, নাটক, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, অ্যানিমেশন, ভিডিও গেম, ইত্যাদি।[৪]সাহিত্য মাধ্যমে উপন্যাস, উপন্যাসিকা, ছোটগল্প ও নাটককে কল্পকাহিনীর অন্তর্ভুক্ত করা হয়, এবং এগুলিকে কল্পসাহিত্য বলা হয়। কল্পকাহিনী একধরনের সৃজনশীল সৃষ্টি, তাই এর বাস্তবানুগ হওয়া আবশ্যক নয়।[৫] কল্পকাহিনীকে দুইটি শাখায় ভাগ করা যায়। একটি হল শ্রেণীগত কল্পকাহিনী (Genre fiction), যা মূলত ব্যবসায়িক ও বিনোদনমূলক একটি শাখা। অপর শাখাটি হল কথাসাহিত্য (Literary fiction) অর্থাৎ উৎকৃষ্ট সাহিত্যিক গুণসম্পন্ন লিখিত কল্পকাহিনী বা কল্পসাহিত্য।
কল্পকাহিনী বা কল্পসাহিত্যের বিপরীত শাখাটি হল নকাল্পনিক রচনা (Non-fiction, "নন-ফিকশন")।
শাখা
সাধারণত কল্পকাহিনী শাখার অন্তর্ভুক্ত উপশাখাগুলির মধ্যে উপন্যাস, ছোটগল্প, নীতিগল্প, কিংবদন্তি, পুরাণ, রূপকথা, মহাকাব্য ও কাহিনী কবিতা, নাটক (গীতনাট্য বা অপেরাসহ) এবং বিভিন্ন মঞ্চনাট্য। তবে কমিকস, অ্যানিমেশন কার্টুন, অ্যানিমে, মাঙ্গা, চলচ্চিত্র, ভিডিও গেম, বেতার ও টেলিভিশন প্রোগ্রাম ইত্যাদিও কল্পকাহিনীর মধ্যে ধরা হয়।
আরো দেখুন
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.