কল্পকাহিনী

সাহিত্য এবং শিল্পের অন্যান্য মাধ্যমে বর্ণিত কাল্পনিক স্থান-কাল-পাত্র-ঘটনা সম্বলিত কাহিনী, যার স উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কল্পকাহিনী

কল্পকাহিনী (বিকল্প বানানে কল্পকাহিনি) বা কল্পসাহিত্য (ইংরেজি: Fiction) বলতে শিল্প-সাহিত্যের একটি শাখাকে বোঝায় যাতে রচয়িতার কল্পনা থেকে সৃষ্ট এমন সব গল্প বা কাহিনী অন্তর্ভুক্ত, যেগুলি বাস্তব ঘটনা বা ইতিহাস পুরোপুরি মেনে চলে না।[][][] কল্পকাহিনীকে শিল্পের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন সাহিত্য, নাটক, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, অ্যানিমেশন, ভিডিও গেম, ইত্যাদি।[]সাহিত্য মাধ্যমে উপন্যাস, উপন্যাসিকা, ছোটগল্পনাটককে কল্পকাহিনীর অন্তর্ভুক্ত করা হয়, এবং এগুলিকে কল্পসাহিত্য বলা হয়। কল্পকাহিনী একধরনের সৃজনশীল সৃষ্টি, তাই এর বাস্তবানুগ হওয়া আবশ্যক নয়।[] কল্পকাহিনীকে দুইটি শাখায় ভাগ করা যায়। একটি হল শ্রেণীগত কল্পকাহিনী (Genre fiction), যা মূলত ব্যবসায়িক ও বিনোদনমূলক একটি শাখা। অপর শাখাটি হল কথাসাহিত্য (Literary fiction) অর্থাৎ উৎকৃষ্ট সাহিত্যিক গুণসম্পন্ন লিখিত কল্পকাহিনী বা কল্পসাহিত্য।

Thumb
লুইস ক্যারলের আজব দেশে এলিস বইয়ের একটি অলঙ্করণ, কাহিনীর মুখ্য চরিত্র এলিস কাঠের বল দিয়ে এক উদ্ভট কাল্পনিক খেলা খেলছে।

কল্পকাহিনী বা কল্পসাহিত্যের বিপরীত শাখাটি হল নকাল্পনিক রচনা (Non-fiction, "নন-ফিকশন")।

শাখা

সাধারণত কল্পকাহিনী শাখার অন্তর্ভুক্ত উপশাখাগুলির মধ্যে উপন্যাস, ছোটগল্প, নীতিগল্প, কিংবদন্তি, পুরাণ, রূপকথা, মহাকাব্য ও কাহিনী কবিতা, নাটক (গীতনাট্য বা অপেরাসহ) এবং বিভিন্ন মঞ্চনাট্য। তবে কমিকস, অ্যানিমেশন কার্টুন, অ্যানিমে, মাঙ্গা, চলচ্চিত্র, ভিডিও গেম, বেতার ও টেলিভিশন প্রোগ্রাম ইত্যাদিও কল্পকাহিনীর মধ্যে ধরা হয়।

গদ্যে কথাসাহিত্যের ধরন:[]

  • ছোটগল্প: ২০০০-৭৫০০ শব্দের মধ্যে (৫-২৫ পৃষ্ঠা) লেখা কাহিনী।
  • উপন্যাসিকা: ১৭৫০০-৫০০০০ শব্দের মধ্যে (৬০-১৭০ পৃষ্ঠা) লেখা কাহিনী।
  • উপন্যাস: ৫০০০০ বা তার বেশি শব্দে (১৭০+ পৃষ্ঠা) লেখা কাহিনী।

আরো দেখুন

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.