কলকাতা রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গের জংশন রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কলকাতা রেলওয়ে স্টেশন পূর্বে চিৎপুর স্টেশন নামে পরিচিত,[1] নতুন চারটি আন্তঃশহর স্টেশন যেগুলো ভারতের হাওড়া ও কলকাতায় ট্রেন চালিত করে থাকে। অন্যগুলো হচ্ছে কলকাতার শিয়ালদহ স্টেশন, হাওড়ার শালিমার স্টেশন এবং হাওড়া স্টেশন। [2]
কেন্দ্রীয় স্টেশন | |||||||||||
অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২.৬০১২৭৭৫° উত্তর ৮৮.৩৮৪১৪৭৪° পূর্ব | ||||||||||
উচ্চতা | 30 ft. | ||||||||||
প্ল্যাটফর্ম | ৫ | ||||||||||
নির্মাণ | |||||||||||
পার্কিং | উপলব্ধ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
স্টেশন কোড | KOAA | ||||||||||
অঞ্চল | পূর্ব রেল | ||||||||||
বিভাগ | কলকাতা | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২০০৬ | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
বর্তমানে যে জায়গাতে স্টেশনটি অবস্থিত, পূর্বে জায়গাটি মালপত্র রাখার একটি বৃহৎ স্থান ছিলো। বর্তমানে গাড়ি এবং বাস পার্কিং এলাকা, এবং স্টেশনে পৌঁছানোর পথ, একটি কয়লা লোড করার স্থানের অংশ ছিল। রেলস্টেশনটি পূর্বে চিৎপুর স্টেশন নামে পরিচিত ছিলো।
২০০০ সালে, এই স্থানটিকে একটি রেলওয়ে স্টেশন হিসাবে ব্যবহার করার প্রথম পরিকল্পনা গ্রহণ করা হয়, যেহেতু দূরপাল্লার যাত্রীদের সংখ্যার আধিক্যের কারণে শিয়ালদহ স্টেশনটি ভারাক্রান্ত হচ্ছিল। জায়গার অভাবের কারণে সে সময় শিয়ালদহ স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরি করা সম্ভব হচ্ছিল না।
স্টেশনটি শিয়ালদহ-রাণাঘাট লাইনের সাথে সংযুক্ত এবং পূর্ব রেল দ্বারা নৈহাটি, ব্যান্ডেল, কল্যাণী সীমান্ত, শান্তিপুর, কৃষ্ণনগর, বহরহমপুর, বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, লালগোলা, ডানকুনি, কলকাতা বিমানবন্দর বনগাঁ, হাসনাবাদ প্রভৃতি স্থানে ট্রেন চলাচল করে থাকে।
কলকাতা রেলওয়ে স্টেশন - সোনারপুর স্টেশন
এস৪৫ শকুন্তলা পার্ক - কলকাতা রেলওয়ে স্টেশন এস৫৩ কলকাতা রেলওয়ে স্টেশন - নিউ টাউন ইউনিটেক
একটি নতুন রেলওয়ে স্টেশন হিসাবে স্টেশনটি জন চলাচলের বাহনগুলো দ্বারা যথাযথভাবে ব্যবহৃত হয়নি। পশ্চিমবঙ্গের সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাত্র দুই অথবা তিনটি বাস সার্ভিস রুট স্টেশনটির সাথে যুক্ত। অন্যান্য বাস এবং ট্রামগুলো রাধা গোবিন্দ কর রোড দিয়ে চলাচল করে, যা স্টেশনটি হতে ১ কিলোমিটার দূরে অবস্থিত। সবচেয়ে নিকটের মেট্রো স্টেশনটি ২ কিলোমিটার দূরে।
শ্যামবাজারের দূর পাল্লার বাস টার্মিনাল খালের অপর পাশ হতে স্টেশনটির সামনে আনার পরিকল্পনা করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। যাহোক, কলকাতা স্টেশন হতে সোনারপুর পর্যন্ত বাস সার্ভিস বর্তমান যা শ্যামবাজার, উল্টাডাঙ্গা, এম বাইপাস, অজয় নগর এবং গড়িয়া দিয়ে ঘুরে আসে। সোনাপুর স্টেশন হতে কলকাতা স্টেশন পর্যন্ত যাত্রায় প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। অপরদিকে উল্টোডাঙ্গা হতে কলকাতা স্টেশনে অটো রিকশা করেও আসা যায়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.