Remove ads
বাংলাদেশের একটি সার উৎপাদন কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো বাংলাদেশের একটি অন্যতম বড় ইউরিয়া সার কারখানা[1] এবং স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় চলমান পিপিপি প্রজেক্ট এবং অন্যতম লাভজনক একটি প্রতিষ্ঠান । এই কারখানা যৌথভাবে বাংলাদেশ সরকারের এবং জাপান ,নেদারল্যান্ড ,ডেনমার্কের মালিকানায় একটি প্রজেক্ট যা ১৯৯৩ সাল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও বাণিজ্যিক ভাবে ১৯৯৫ সাল থেকে যা এখনো ভাল কর্মদক্ষতায় চলমান আছে।[2] প্রথম দিকে দেশের বাইরে সার রপ্তানি করলেও এখন দেশের চাহিদা পূরনের জন্য সমস্ত উৎপাদন বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের মাধ্যমে দেশে বিক্রি করা হয়।
এই নিবন্ধটির সারাংশ খুবই দীর্ঘ অথবা অতিমাত্রায় বিশদভাবে বর্ণিত। (নভেম্বর ২০১৯) |
ধরন | আন্তর্জাতিক যৌথ উদ্যোগ |
---|---|
শিল্প | সার |
প্রতিষ্ঠাকাল | ১৯৮১ |
পণ্যসমূহ | ইউরিয়া |
ওয়েবসাইট | www |
কাফকো আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত একটি নাম এবং সারা বিশ্বে ভাল মানের ইউরিয়া রপ্তানির জন্য বিখ্যাত।
কাফকো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলি নদী আর বংগোপসাগরের মোহনায় অবস্থিত । কোম্পানির নিজস্ব জেটি আছে যার মধ্যমে তরল এমোনিয়া বিদেশে রপ্তানি করা হয় এবং জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ইউরিয়া সার পাঠানো হয়।
কাফকোর মালিকানা ৪ টি দেশের।
কাফকো প্রতিদিন প্রায় ১৫০০ মেট্রিক টন এমোনিয়া এবং ১৭৫০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে । তবে কাফকো প্রতিদিন ২০০০ মেট্রিক টন (১২০% লোড) ইউরিয়া উৎপাদন করতে সক্ষম যা কাফকো বছরের অনেক সময় উৎপাদন করে থাকে।বছরে প্রায় ৬ লাখ টন মেট্রিক টন ইউরিয়া সার কাফকো থেকে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে যা দেশের মোট চাহিদার ৩০% ।দেশের অন্যান্য কারখানা থেকে ২০% এবং বাকী ৫০% বিদেশ থেকে আমদানি করা হয়।
কাফকোর মোট জনবল ৫৫০ এর মতো ,এর মধ্যে বেশীরভাগ টেকনিকাল লোকজন।দেশের সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ,মেকানিক্যাল ,ইলেক্ট্রিক্যাল এবং সিভিল থেকে পাশ করা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাফকো প্লান্ট চালানো হয়।তাছাড়া সব কর্মকর্তাদের জন্য বসবাসের ফ্ল্যাট দেখাশোনা ,হাউজিং এর ভিতরে অবস্থিত স্কুল এন্ড কলেজের শিক্ষক ,হসপিটালের জন্য ডাক্তারসহ অন্যান্য কর্মচারী রয়েছে।
কাফকো অনেকগুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে থাকে এবং তাদের থেকে সনদকৃত।এটির অন্তর্জাতিক স্ট্যান্ডার্ড গুলো হলো-
কাফকোর সকল কর্মকর্তা এবং কর্মচারীর জন্য প্লান্ট সাইট থেকে ৪ কিমি দূরে নিজস্ব হাউজিং কলোনী রয়েছে ।হাউজিং কলোনিতে খেলার মাঠ ,স্কুল এন্ড কলেজ ,মেডিকেল সেন্টার ,মসজিদ ,ক্লাব রয়েছে । সুদৃশ্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাউগিং কলোনি অত্যন্ত নান্দনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন।পূরো হাউজিং কলোনী জুড়ে ফুলের বাগান বিদ্যমান।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.