Remove ads

কর্ণফুলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা।এটি বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা।

দ্রুত তথ্য কর্ণফুলী, দেশ ...
কর্ণফুলী
উপজেলা
Thumb
শাহ আমানত সেতু
Thumb
মানচিত্রে কর্ণফুলী উপজেলা
স্থানাঙ্ক: ২২°২০′ উত্তর ৯১°৫৭′ পূর্ব উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
প্রতিষ্ঠাকাল৯ মে, ২০১৬
সংসদীয় আসন২৯০ চট্টগ্রাম-১৩
সরকার
  সংসদ সদস্যপদশূন্য
  উপজেলা চেয়ারম্যানপদশূন্য [১]
আয়তন
  মোট৫৫.৩৬ বর্গকিমি (২১.৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১,৬২,১১০
  জনঘনত্ব২,৯০০/বর্গকিমি (৭,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫২.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
বন্ধ

অবস্থান ও আয়তন

কর্ণফুলী উপজেলার মোট আয়তন ৫৫.৩৬ বর্গ কিলোমিটার (১৩,৬৭৯ একর)।[২]চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণাংশে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ২২°১৪´ থেকে ২২°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৭´ থেকে ৯১°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কর্ণফুলী উপজেলার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। উত্তরে চাঁদগাঁও থানা ও বোয়ালখালী উপজেলা, পূর্বে পটিয়া উপজেলাআনোয়ারা উপজেলাবোয়ালখালী উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা এবং পশ্চিমে পতেঙ্গা থানাবন্দর থানা

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী উপজেলার মোট জনসংখ্যা ১,৬২,১১০ জন। এর মধ্যে পুরুষ ৮৩,৭১৭ জন এবং মহিলা ৭৮,৩৯৩ জন। মোট পরিবার ২৯,৯৭৫টি।[২]

ইতিহাস

২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। এটি বাংলাদেশের ৪৯০নং উপজেলা।[৩]

প্রশাসনিক এলাকা

কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ কর্ণফুলী উপজেলার প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী উপজেলার সাক্ষরতার হার ৫২.১% (পুরুষ ৫৪.৭৯%, মহিলা ৪৯.১৯%)।[২] এ উপজেলায় বাংলাদেশ মেরিন ফিশারীজ একাডেমী, ১টি ডিগ্রী কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ২টি স্কুল এন্ড কলেজ, ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৩৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

অর্থনীতি

ব্যাংক

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। কর্ণফুলী উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

আরও তথ্য ক্রম নং, ব্যাংকের ধরন ...
ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক ইছানগর শাখা[৪] সাধারণ ইছানগর, চর পাথরঘাটা
০২ সোনালী ব্যাংক কর্ণফুলী শাখা[৫] ফকিরনীর হাট, কর্ণফুলী, চট্টগ্রাম
০৩ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক কলেজ বাজার উপশাখা[৬] সাধারণ কলেজ বাজার, কর্ণফুলী, চট্টগ্রাম
০৪ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্ণফুলী শাখা[৭] মায়মুনা শফি টাওয়ার, আখতারুজ্জামান চত্ত্বর, চর পাথরঘাটা, কর্ণফুলী, চট্টগ্রাম
০৫ জুলধা উপশাখা[৮] জুলধা পাইপের গোড়া বাজার, জুলধা, কর্ণফুলী, চট্টগ্রাম
০৬ ফকিরনীর হাট উপশাখা[৯] কাশেম সেন্টার, দাগ ৫৬২৯, খতিয়ান ৬৭৪২,৬৭৬২ ও ৭০০০, শাহ মীরপুর, বড় উঠান, কর্ণফুলী, চট্টগ্রাম
০৭ আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্ণফুলী শাখা[১০] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক আনোয়ার সিটি, চর পাথরঘাটা, কর্ণফুলী, চট্টগ্রাম
০৮ ইউনিয়ন ব্যাংক কলেজ বাজার উপশাখা[১১] হাজী দৌলত খান মার্কেট, কলেজ বাজার, শিকলবাহা, কর্ণফুলী, চট্টগ্রাম
০৯ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্ণফুলী উপশাখা[১২] হাজী জাফর আহমদ মার্কেট, মজ্জ্যারটেক, চর পাথরঘাটা, কর্ণফুলী, চট্টগ্রাম
বন্ধ

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
আরও তথ্য সংসদীয় আসন, জাতীয় নির্বাচনী এলাকা ...
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[১৩] সংসদ সদস্য[১৪][১৫][১৬][১৭][১৮] রাজনৈতিক দল
২৯০ চট্টগ্রাম-১৩ কর্ণফুলী উপজেলা এবং আনোয়ারা উপজেলা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বাংলাদেশ আওয়ামী লীগ
বন্ধ
উপজেলা পরিষদ ও প্রশাসন
আরও তথ্য ক্রম নং, পদবী ...
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী
০২ ভাইস চেয়ারম্যান আমির আহমেদ
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা মোমতাজ
বন্ধ

[১৯]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads