শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কর্ণফুলী উপজেলা
চট্টগ্রাম জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কর্ণফুলী বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা।এটি বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা।
Remove ads
Remove ads
অবস্থান ও আয়তন
কর্ণফুলী উপজেলার মোট আয়তন ৫৫.৩৬ বর্গ কিলোমিটার (১৩,৬৭৯ একর)।[২]চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণাংশে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ২২°১৪´ থেকে ২২°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৭´ থেকে ৯১°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কর্ণফুলী উপজেলার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। উত্তরে চাঁদগাঁও থানা ও বোয়ালখালী উপজেলা, পূর্বে পটিয়া উপজেলা ও আনোয়ারা উপজেলা ও বোয়ালখালী উপজেলা, দক্ষিণে আনোয়ারা উপজেলা এবং পশ্চিমে পতেঙ্গা থানা ও বন্দর থানা।
Remove ads
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী উপজেলার মোট জনসংখ্যা ১,৬২,১১০ জন। এর মধ্যে পুরুষ ৮৩,৭১৭ জন এবং মহিলা ৭৮,৩৯৩ জন। মোট পরিবার ২৯,৯৭৫টি।[২]
ইতিহাস
২০১৬ সালের ৯ মে পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়। এটি বাংলাদেশের ৪৯০নং উপজেলা।[৩]
প্রশাসনিক এলাকা
কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ কর্ণফুলী উপজেলার প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী থানার আওতাধীন।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কর্ণফুলী উপজেলার সাক্ষরতার হার ৫২.১% (পুরুষ ৫৪.৭৯%, মহিলা ৪৯.১৯%)।[২] এ উপজেলায় বাংলাদেশ মেরিন ফিশারীজ একাডেমী, ১টি ডিগ্রী কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ২টি স্কুল এন্ড কলেজ, ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৩৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠান
অর্থনীতি
সারাংশ
প্রসঙ্গ
ব্যাংক
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। কর্ণফুলী উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
Remove ads
দর্শনীয় স্থান
- কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
- শাহ আমানত সেতু
- শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র
- কাফকো
- কালারপুল ব্রীজ
- বড় উঠান জমিদার বাড়ি
- কেপিজেড
- কর্ণফুলী সিডিএ আবাসিক
- কর্ণফুলী টানেল
- চরপাথরঘাটা ও জুলধা সংযোগ সেতু
জনপ্রতিনিধি
- সংসদীয় আসন
- উপজেলা পরিষদ ও প্রশাসন
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads