Loading AI tools
কিরগিজ ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কয়রত জুর্গলবেক ঊলু (কিরগিজ: Кайрат Жыргалбек уулу; রুশ: Кайрат Жыргалбек уулу; জন্ম ১৩ জুন ১৯৯৩[১]) একজন কিরগিজ ফুটবল খেলোয়াড় যিনি আবদিস-আতা ক্লাবের হয়ে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কয়রত জুর্গলবেক ঊলু | ||
জন্ম | ১৩ জুন ১৯৯৩ | ||
জন্ম স্থান | বিশকেক, কিরগিজস্তান | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আবদিস-আতা | ||
জার্সি নম্বর | ২০ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২-২০১৪ | আবদিস-আতা | ১১ | (১) |
২০১৪-২০২১ | দোরদোয় বিশকেক | ৫১ | (১১) |
২০২২-২০২৩ | অকসো | ৩৮ | (০) |
২০২৩– | আবদিস-আতা | ৮ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩– | কিরগিজস্তান | ৭১ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জুর্গলবেককে এসকেএ-খাবারভস্ক ক্লাব পরখ করে দেখেছিল।[২]
কিরগিজস্তান | ||
---|---|---|
বছর | ম্যাচ | গোল |
২০১৩ | ৩ | ০ |
২০১৪ | ৭ | ১ |
২০১৫ | ১ | ০ |
২০১৬ | ৮ | ০ |
২০১৭ | ৪ | ০ |
২০১৮ | ৯ | ১ |
২০১৯ | ১০ | ০ |
২০২০ | ০ | ০ |
২০২১ | ৬ | ০ |
২০২২ | ৬ | ০ |
২০২৩ | ১০ | ২ |
মোট | ৬৪ | ৪ |
ক্র. | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | ফল | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ৫ সেপ্টেম্বর ২০১৪ | আস্তানা এরিনা, আস্তানা, কাজাখস্তান | কাজাখস্তান | ১–৫ | ১–৭ | প্রীতি খেলা |
২. | ১০ সেপ্টেম্বর ২০১৮ | দোলেন অমুরজাকভ স্টেডিয়াম, বিশকেক, কিরগিজস্তান | সিরিয়া | ১–০ | ২–১ | |
৩. | ২৫ মার্চ ২০২৩ | খুমান লাম্পাক মেইন স্টেডিয়াম, ইম্ফল, ভারত | মিয়ানমার | ১–১ | ১–১ | ২০২৩ ত্রিদেশীয় সিরিজ (ভারত) |
৪. | ১৬ নভেম্বর ২০২৩ | বুকিত জলিল জাতীয় স্টেডিয়াম, কুয়ালালামপুর, মালয়েশিয়া | মালয়েশিয়া | ১–১ | ৩–৪ | ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
দোরদোয় বিশকেক[৩]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.