ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস
নিস ভিত্তিক ফরাসি ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস (ফরাসি উচ্চারণ: [ɔlɛ̃pik ʒimnast klœb nis]; সাধারণত ওজিসি নিস অথবা শুধুমাত্র নিস নামে পরিচিত) হচ্ছে নিস ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালে জিমনাস্ত ক্লাব দ নিস নামে প্রতিষ্ঠিত হয়েছে। ওজিসি নিস তাদের সকল হোম ম্যাচ নিসের আলিয়ানৎস রিভিয়েরায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,১৭৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রান্স ফুটবল দলের কিংবদন্তি ফুটবলার পাত্রিক ভিয়েইরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জঁ-পিয়ের রিভের। ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় দান্তে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস | |||
---|---|---|---|---|
ডাকনাম | লেস এগলঁস (ঈগলছানা) লে জিম | |||
প্রতিষ্ঠিত | ৯ জুলাই ১৯০৪ | |||
মাঠ | আলিয়ানৎস রিভিয়েরা | |||
ধারণক্ষমতা | ৩৬,১৭৮[১] | |||
মালিক | ইনেয়স | |||
সভাপতি | জঁ-পিয়ের রিভের | |||
প্রধান কোচ | পাত্রিক ভিয়েইরা | |||
লিগ | লীগ ১ | |||
২০১৯–২০ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ওজিসি নিস ফরাসি ফুটবলের প্রথম স্তরের লীগের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। এই ক্লাবটি ৪ বার লীগ ১, ১ বার ট্রফি দে চ্যাম্পিয়নস এবং ৩ বার কুপ দে ফ্রান্স শিরোপা জয়লাভ করেছে। ১৯৫০-এর দশকে এই ক্লাবটি এর সেরা সাফল্য অর্জন করেছে, সে সময় নুমা আঁদোয়া, ইংরেজ উইলিয়াম বেরি এবং জঁ লুসিয়ানোর মতো ম্যানেজাররা এই ক্লাবটি পরিচালনা করেছেন।
অর্জন
ঘরোয়া
অন্যান্য
- লাতিন কাপ
- রানার-আপ (১): ১৯৫২
- কুপ মোহামেদ ৫
- রানার-আপ (১): ১৯৭৬
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.