ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস

নিস ভিত্তিক ফরাসি ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস

ওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস (ফরাসি উচ্চারণ: [ɔlɛ̃pik ʒimnast klœb nis]; সাধারণত ওজিসি নিস অথবা শুধুমাত্র নিস নামে পরিচিত) হচ্ছে নিস ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালে জিমনাস্ত ক্লাব দ নিস নামে প্রতিষ্ঠিত হয়েছে। ওজিসি নিস তাদের সকল হোম ম্যাচ নিসের আলিয়ানৎস রিভিয়েরায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,১৭৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রান্স ফুটবল দলের কিংবদন্তি ফুটবলার পাত্রিক ভিয়েইরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জঁ-পিয়ের রিভের। ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় দান্তে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
ওজিসি নিস
Thumb
পূর্ণ নামওলাঁপিক জিমনাস্ত ক্লাব নিস
ডাকনামলেস এগলঁস (ঈগলছানা)
লে জিম
প্রতিষ্ঠিত৯ জুলাই ১৯০৪; ১২০ বছর আগে (9 July 1904)
মাঠআলিয়ানৎস রিভিয়েরা
ধারণক্ষমতা৩৬,১৭৮[]
মালিকইনেয়স
সভাপতি জঁ-পিয়ের রিভের
প্রধান কোচ পাত্রিক ভিয়েইরা
লিগলীগ ১
২০১৯–২০৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ওজিসি নিস ফরাসি ফুটবলের প্রথম স্তরের লীগের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। এই ক্লাবটি ৪ বার লীগ ১, ১ বার ট্রফি দে চ্যাম্পিয়নস এবং ৩ বার কুপ দে ফ্রান্স শিরোপা জয়লাভ করেছে। ১৯৫০-এর দশকে এই ক্লাবটি এর সেরা সাফল্য অর্জন করেছে, সে সময় নুমা আঁদোয়া, ইংরেজ উইলিয়াম বেরি এবং জঁ লুসিয়ানোর মতো ম্যানেজাররা এই ক্লাবটি পরিচালনা করেছেন।

অর্জন

ঘরোয়া

  • লীগ ১
    • চ্যাম্পিয়ন (৪): ১৯৫০–৫১, ১৯৫১–৫২, ১৯৫৫–৫৬, ১৯৫৮–৫৯
  • লীগ ২
    • চ্যাম্পিয়ন (৪): ১৯৪৭–৪৮, ১৯৬৪–৬৫, ১৯৬৯–৭০, ১৯৯৩–৯৪
  • বিভাগ ৩
    • চ্যাম্পিয়ন (২): ১৯৮৪–৮৫, ১৯৮৮–৮৯
  • কুপ দে ফ্রান্স
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৫১–৫২, ১৯৫৩–৫৪, ১৯৯৬–৯৭
    • রানার-আপ: ১৯৭৭–৭৮
  • ট্রফি দে চ্যাম্পিয়ন
    • চ্যাম্পিয়ন: ১৯৭০

অন্যান্য

  • লাতিন কাপ
    • রানার-আপ (১): ১৯৫২
  • কুপ মোহামেদ ৫
    • রানার-আপ (১): ১৯৭৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.