লন্ডনের বিশব্বিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৩৮ সালে রয়াল পলিটেকনিক ইন্সটিটিউশন হিসাবে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত প্রথম পলিটেকনিক।[৩] ১৮৩৯ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে পলিটেকনিকটি একটি রয়্যাল সনদ গ্রহণ করে এবং ১৯৯২ সাল থেকে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার হিসাবে কার্যক্রম পরিচালনা করছে।[৪]
![]() | ||||||||||||
নীতিবাক্য | Dominus fortitudo nostra (লাতিন) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বাংলায় নীতিবাক্য | প্রভু আমাদের শক্তি | |||||||||||
ধরন | সরকারি | |||||||||||
স্থাপিত | ১৮৩৮: রয়েল পলিটেকনিক ইন্সটিটিউশন ১৮৯১: পলিটেকনিক-রিজেন্ট স্ট্রিট ১৯৭০: পলিটেকনিক অব সেন্ট্রাল লন্ডন ১৯৯২: ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার | |||||||||||
বৃত্তিদান | £৫.১৮ মিলিয়ন (২০১৭–১৮)[১] | |||||||||||
বাজেট | £২০৫.১ মিলিয়ন (২০১৭–১৮)[১] | |||||||||||
আচার্য | লেডি ফ্রান্সেস সোরেল | |||||||||||
উপাচার্য | ডক্টর পিটার বনফিল্ড ওবিই | |||||||||||
শিক্ষার্থী | ১৮,৮৮৫ (২০১৮/১৯)[২] | |||||||||||
স্নাতক | ১৪,৭৭৫ (২০১৮/১৯)[২] | |||||||||||
স্নাতকোত্তর | ৪,১০৫ (২০১৮/১৯)[২] | |||||||||||
অবস্থান | , | |||||||||||
পোশাকের রঙ | রাজকীয় নীল, ফিউসিয়া | |||||||||||
অধিভুক্তি | তালিকা
| |||||||||||
ওয়েবসাইট | www.westminster.ac.uk | |||||||||||
![]() | ||||||||||||
![]() |
ওয়েস্টমিনিস্টারের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী, কর্ডাইট উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, মেয়র, অলিম্পিয়ান, বিজ্ঞানী, বাফটা ও অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতারা,[৫] রক অ্যান্ড রোল হল অব ফেম এবং গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সঙ্গীতজ্ঞ, সাংবাদিক এবং কবি।
Seamless Wikipedia browsing. On steroids.