Loading AI tools
ওয়েলস ফুটবল এর নিয়ন্ত্রণকারী সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (ওয়েলশ: Cymdeithas Bêl-droed Cymru, ইংরেজি: Football Association of Wales; এছাড়াও সংক্ষেপে এফএডাব্লিউ নামে পরিচিত) হচ্ছে ওয়েলসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১০৮ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এছাড়াও ফুটবল খেলার নিয়ম নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে (আইএফএবি) এই সংস্থাটির সদস্যপদ রয়েছে।[২] এই সংস্থাটি দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন, আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফিফা সহ চারটি অ্যাসোসিয়েশনের মধ্যে একটি, যারা আন্তর্জাতিক ফুটবল সমিতি বোর্ড গঠন করেছে, এই ফুটবল খেলার সকল আইনকানুন নির্ধারণ করে।[৩] এই সংস্থার সদর দপ্তর ওয়েলসের রাজধানী কার্ডিফে অবস্থিত।
এই সংস্থাটি ওয়েলসের পুরুষ, নারী, ফুটসাল এবং যুব জাতীয় দলের সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কিয়েরন ও'কনর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাথন ফোর্ড।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | কিয়েরন ও'কনর |
সহ-সভাপতি | ডেভিড জোন্স |
মাইকেল জোন্স | |
সাধারণ সম্পাদক | জনাথন ফোর্ড |
কোষাধ্যক্ষ | লেইটন নরিস |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ইয়ান হিউজেস |
প্রযুক্তিগত পরিচালক | ডেভিড এডামস |
ফুটসাল সমন্বয়কারী | অ্যান্ড্রু হোওয়ার্ড |
জাতীয় দলের কোচ (পুরুষ) | রায়ান গিগস |
জাতীয় দলের কোচ (নারী) | জেন লুডলো |
রেফারি সমন্বয়কারী | ফিলিপ টমাস |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.