ওয়াইয়ার্ড (ইংরেজি: Wired) একটি সম্পূর্ণ রঙিন মার্কিন মাসিক ম্যাগাজিন যাতে সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির উপর প্রযুক্তির প্রভাব আলোচিত হয়। ম্যাগাজিনটি ১৯৯৩ সাল থেকে প্রকাশিত হচ্ছে।[১] মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিস্কো শহর-ভিত্তিক কন্ডে নাস্ট পাবলিকেশনস ম্যাগাজিনটির মালিক। এটি মুদ্রিত এবং অনলাইন উভয়ভাবেই প্রকাশিত হয়।
প্রধান সম্পাদক: Gideon Lichfield
প্রাক্তন সম্পাদকগন: Kevin Kelly ,Louis Rossetto,Chris Anderson
শুরু দিক থেকেই মাগাজিনটির সম্পাদকীয় দৃষ্টি ভঙ্গি তে Tecno-Utopian -এর প্রতিষ্ঠাতা Ian charles Stewart এবং তাঁর সহযোগী Kevin Kelly এ দুজনের উল্লেখযোগ্য প্রভাব লক্ষণীয় ছিল।
১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত, 'Wired Magazine' 'Weird News' -- এর ভিন্ন মালিকানাভিত্তিক ছিল।
কিন্তু, ২০০৬ সালে, "কন্ডে নাস্ট" "ওয়াইয়ার্ড নিউজকে" ২৫মিলিয়ন মার্কিন ডলারে ক্রয় করে এবং এটিকে একক মালিকানায় নিয়ে আসে। মালিকানা ক্রয়ের এক চুক্তির আওতায়, "ওয়াইয়ার্ড নিউজ" তাদের "ওয়াইয়ার্ড ম্যাগাজিনের" কনটেন্ট গুলো পুনরায় অনলাইন মাধ্যমে প্রকাশ করে।
সূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.