Loading AI tools
সংস্কৃত ভাষায় তিনটি মন্ত্রের দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওঁ তৎ সৎ (সংস্কৃত: ओम् तत् सत्) হলো সংস্কৃত ভাষায় তিনটি মন্ত্রের দল যা ভগবদগীতায় পাওয়া যায়।[1] ওঁ ব্রহ্মের, তৎ পরব্রহ্মের এবং সৎ বিষ্ণুর গোপন মন্ত্র। এটি অব্যক্ত ও পরম বাস্তবতার প্রতিনিধিত্ব করে।[তথ্যসূত্র প্রয়োজন]
ভগবদ্গীতার ১৭ অধ্যায়ে, শ্লোক ২৩ থেকে ২৮ পর্যন্ত, ভগবান কৃষ্ণ "ওঁ তৎ সৎ" এর অর্থ ও গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন। ভগবান বলেছেন "ওঁ তৎ সৎ" আসলে পরমাত্মার ত্রিগুণ নাম যা দিয়ে ব্রহ্মাণ্ডের শুরুতে ব্রহ্ম, বেদ ও যজ্ঞ তৈরি হয়েছিল।[1]
"ওঁ" - তাই বলা হয় যে পুরোহিতরা যারা বেদে বর্ণিত বেদ-মন্ত্র জপ করেন, তারা সর্বদা ঈশ্বরের নাম দিয়ে প্রতিটি কাজ শুরু করেন অর্থাৎ "ওঁ"।[2]
"তৎ" শব্দের অর্থ হল সবকিছুই ভগবানের, এই কথা মনে রেখে, মুক্তিকামী ব্যক্তিরা নিঃস্বার্থভাবে যজ্ঞ, তপস্যা ও দান করেন, কর্মের কোনো ফল কামনা না করে।[3]
"সৎ" শব্দটি সত্যের সাথে সম্পাদিত সমস্ত ক্রিয়া ও কর্তব্যের প্রতিনিধিত্ব করে, এটিও বলা হয় যে যজ্ঞ, তপস্যা ও দান-এ উপস্থিত সমস্ত কিছুকে "সৎ" হিসাবে বিবেচনা করা হয়, এছাড়াও শুধুমাত্র পরমেশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যে যে ক্রিয়াগুলি করা হয় তা "সৎ" শব্দ দ্বারা নির্দেশিত হয়।[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.