Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আসতেকা স্টেডিয়াম (স্থানীয়ভাবে এস্তাদিও আসতেকা (স্পেনীয় উচ্চারণ: [esˈtaðjo aθˈteka]) নামে পরিচিত) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত একটি স্টেডিয়াম। মেক্সিকো জাতীয় ফুটবল দল এবং ক্লাব আমেরিকার হোম স্টেডিয়াম।
এল কলোসো দে সান্তা উরসুলা "সান্তা উরসুলার কলোসোস" | |
অবস্থান | তলালপান, মেক্সিকো সিটি |
---|---|
স্থানাঙ্ক | ১৯°১৮′১১″ উত্তর ৯৯°০৯′০২″ পশ্চিম |
গণপরিবহন | সোচিমিলকো লাইট রেল |
মালিক | গ্রুপো তেলেবিসা |
পরিচালক | ক্লাব আমেরিকান |
নির্বাহী কর্মকর্তা | ৮৫৬ |
ধারণক্ষমতা | ৮৭,৫২৩[1] |
উপস্থিতির রেকর্ড | ফুটবল;: ১,১৯,৮৫৩ (মেক্সিকো বনাম ব্রাজিল, ৭ জুলাই ১৯৬৮)[2] বক্সিং: ১,৩২,২৪৭ (জুলিও সেসার চাভেজ বনাম গ্রেগ হোগেন, ২০ ফেব্রুয়ারি ১৯৯৩)[3] |
আয়তন | ১০৫ মি × ৬৮ মি (৩৪৪ ফু × ২২৩ ফু) |
উপরিভাগ | কিকুয়ু ঘাস[4] |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১৯৬১ |
চালু | ২৯ মে ১৯৬৬ |
পুনঃসংস্কার | ১৯৮৬, ১৯৯৯, ২০১৩ এবং ২০১৬[5] |
নির্মাণ ব্যয় | এমএক্সএন$২৬০ মিলিয়ন |
স্থপতি | পেদ্রো রামিরেস বাসকেস |
ভাড়াটে | |
ক্লাব আমেরিকা (১৯৬৬–বর্তমান) ক্রুস আসুল (১৯৭১–১৯৯৬, ২০১৮–বর্তমান) মেক্সিকো (১৯৬৬–বর্তমান) নেকাসা (১৯৬৬–১৯৭১, ১৯৮২–২০০৩) আতলান্তে (১৯৬৬–১৯৮২, ১৯৯৬–২০০১, ২০০৪–১০০৭) ইউএনএএম (১৯৬৭–১৯৬৯) আতলেতিকো এস্পানিওল (১৯৭১–১৯৮২) |
এই স্টেডিয়ামটি ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল ভেন্যু ছিল।[6]
এটি বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেখানে দুইটি ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।[7] ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে, ব্রাজিল ইতালিকে ৪–১ গোলে এবং ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে, আর্জেন্টিনা জার্মানিকে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে। ১৯৮৬ বিশ্বকাপের আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার-ফাইনালের খেলাটিও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যে খেলায় দিয়েগো মারাদোনা জোড়া গোল করেন, যার প্রথমটি তার “হ্যান্ড অফ গড” খ্যাত গোল এবং দ্বিতীয়টি শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত।এই স্টেডিয়ামে “শতাব্দীর সেরা সেরা খেলা” হিসেবে খ্যাত ১৯৭০ বিশ্বকাপের সেমি-ফাইনালের ইতালি এবং পশ্চিম জার্মানির মধ্যকার খেলাটিও অনুষ্ঠিত হয়, যেখানে ইতালি অতিরিক্ত সময়ের পর ৪–৩ গোলের ব্যবধানে জয় লাভ করে।
১,০৫,০০০ ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম আমেরিকান মহাদেশের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম এবং বিশ্বের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে এটি বৃহত্তম।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.