Loading AI tools
সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এশিয়া অলিম্পিক কাউন্সিল বা ওসিএ (ইংরেজি: Olympic Council of Asia (OCA)) এশিয়া মহাদেশে অনুষ্ঠিত বহু ক্রীড়া প্রতিযোগিতাসমূহের সর্বোচ্চ ক্রীড়া পরিচালনাকারী সংস্থা। ১৯৮২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটি সংস্থাটির বর্তমান সদস্য। তন্মধ্যে জাপান ও ফিলিপাইনের অলিম্পিক কমিটি প্রাচীন সদস্যরূপে ১৯১১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক স্বীকৃত। ২০০৩ সালে নবীনতম সদস্য হিসেবে পূর্ব তিমুর এশিয়া অলিম্পিক কাউন্সিলে যোগ দেয়।
গঠিত | ১৯৮২ |
---|---|
ধরন | ক্রীড়া সংস্থা |
সদরদপ্তর | কুয়েত সিটি, কুয়েত |
সদস্যপদ | ৪৫ দেশের জাতীয় অলিম্পিক কমিটি |
দাপ্তরিক ভাষা | ইংরেজি |
সভাপতি | শেখ ফাহাদ আল-সাবাহ |
সহ-সভাপতি | মোহাম্মদ আলিয়াবাদি |
ওয়েবসাইট | ocasia.org |
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদর দফতর অবস্থিত। এর বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন কুয়েতের বিশিষ্ট রাজনীতিবিদ ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সদস্য শেখ ফাহাদ আল-সাবাহ।
এশিয়া অলিম্পিক কাউন্সিল এশিয়ার বিভিন্ন দেশে গঠিত জাতীয় অলিম্পিক কমিটি নিয়ে গঠিত। অনেকগুলো দেশের জাতীয় অলিম্পিক কমিটি ওএসি গঠনের পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মোট ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটি এ সংস্থার সদস্য। বাংলাদেশ অলিম্পিক সংস্থাও এর অন্যতম সদস্য। ম্যাকাওয়ের জাতীয় অলিম্পিক কমিটি এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদস্য হলেও এ কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃতি পায়নি। ফলে দেশটি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারে না।
ইসরায়েল একসময় এশীয় ক্রীড়া সংস্থার সদস্য ছিল। কিন্তু ১৯৮১ সালে এশিয়া অলিম্পিক কাউন্সিল থেকে দেশটি তাদের নাম প্রত্যাহার করে নেয়। বর্তমানে দেশটি ইউরোপীয় অলিম্পিক কমিটিতে তাদের সদস্য পদ অন্তর্ভুক্ত করেছে।
দেশ | কোড | জাতীয় অলিম্পিক কমিটি | প্রতিষ্ঠাকাল | তথ্যসূত্র |
---|---|---|---|---|
আফগানিস্তান | AFG | আফগানিস্তান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৩৫/৩৬ | [2] |
বাহরাইন | BRN | বাহরাইন জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৭৮/৭৯ | [3] |
বাংলাদেশ | BAN | বাংলাদেশ অলিম্পিক সংস্থা | ১৯৭৯/৮০ | [4] |
ভুটান | BHU | ভুটান অলিম্পিক কমিটি | ১৯৮৩ | [5] |
ব্রুনেই | BRU | ব্রুনেই দারুসসালাম জাতীয় অলিম্পিক কাউন্সিল | ১৯৮৪ | [6] |
কম্বোডিয়া | CAM | কম্বোডিয়া জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৮৩/১৯৯৪ | [7] |
চীন | CHN | চীন অলিম্পিক কমিটি | ১৯১০/১৯৭৯ | [8] |
হংকং | HKG | হংকং ক্রীড়া সংস্থা ও অলিম্পিক কমিটি | ১৯৫০/১৯৫১ | [9] |
ভারত | IND | ভারতীয় অলিম্পিক সংস্থা | ১৯২৭ | [10] |
ইন্দোনেশিয়া | INA | কমিটি অলিম্পিয়াদে ইন্দোনেশিয়া | ১৯৪৬/১৯৫২ | [11] |
ইরান | IRI | ইরান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯০০ | [12] |
ইরাক | IRQ | ইরাক জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৪৮ | [13] |
জাপান | JPN | জাপান অলিম্পিক কমিটি | ১৯১১/১৯১২ | [14] |
জর্দান | JOR | জর্দান অলিম্পিক কমিটি | ১৯৫৭/১৯৬৩ | [15] |
কাজাখস্তান | KAZ | কাজাখস্তান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৯০/১৯৯৩ | [16] |
উত্তর কোরিয়া | PRK | উত্তর কোরিয়া অলিম্পিক কমিটি | ১৯৫৩/১৯৫৭ | [17] |
দক্ষিণ কোরিয়া | KOR | কোরীয় অলিম্পিক কমিটি | ১৯৪৬/১৯৪৭ | [18] |
কুয়েত | KUW | কুয়েত অলিম্পিক কমিটি | ১৯৫৭/১৯৬৬ | [19] |
কিরগিজিস্তান | KGZ | কিরগিজিস্তান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৯১/১৯৯৩ | [20] |
লাওস | LAO | লাওস জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৭৫/১৯৭৯ | [21] |
লেবানন | LIB | লেবানন অলিম্পিক কমিটি | ১৯৪৭/১৯৪৮ | [22] |
ম্যাকাও | MAC | ম্যাকাও ক্রীড়া ও অলিম্পিক কমিটি | ১৯৮৯/২০০৯ | [23] |
মালয়েশিয়া | MAS | মালয়েশিয়া অলিম্পিক কাউন্সিল | ১৯৫৩/১৯৫৪ | [24] |
মালদ্বীপ | MDV | মালদ্বীপ অলিম্পিক কমিটি | ১৯৮৫ | [25] |
মঙ্গোলিয়া | MGL | মঙ্গোলিয়া জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৫৬/১৯৬২ | [26] |
মায়ানমার | MYA | মায়ানমার অলিম্পিক কমিটি | ১৯৪৭ | [27] |
নেপাল | NEP | নেপাল অলিম্পিক কমিটি | ১৯৬২/১৯৬৩ | [28] |
ওমান | OMA | ওমান অলিম্পিক কমিটি | ১৯৮২ | [29] |
পাকিস্তান | PAK | পাকিস্তান অলিম্পিক সংস্থা | ১৯৪৮ | [30] |
ফিলিস্তিন | PLE | প্যালেস্টাইন অলিম্পিক কমিটি | ১৯৯৫ | [31] |
ফিলিপাইন | PHI | ফিলিপাইন অলিম্পিক কমিটি | ১৯১১/১৯২৯ | [32] |
কাতার | QAT | কাতার অলিম্পিক কমিটি | ১৯৭৯/১৯৮০ | [33] |
সৌদি আরব | KSA | সৌদি আরব অলিম্পিক কমিটি | ১৯৬৪/১৯৬৫ | [34] |
সিঙ্গাপুর | SIN | সিঙ্গাপুর জাতীয় অলিম্পিক কাউন্সিল | ১৯৪৭/১৯৪৮ | [35] |
শ্রীলঙ্কা | SRI | শ্রীলঙ্কা জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৩৭ | [36] |
সিরিয়া | SYR | সিরিয়া অলিম্পিক কমিটি | ১৯৪৮ | [37] |
প্রজাতন্ত্রী চীন | TPE | প্রজাতন্ত্রী চীন অলিম্পিক কমিটি | ১৯৬০ | [38] |
তাজিকিস্তান | TJK | তাজিকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৯২/১৯৯৩ | [39] |
থাইল্যান্ড | THA | থাইল্যান্ড জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৪৮/১৯৫০ | [40] |
পূর্ব টিমোর | TLS | পূর্ব টিমোর জাতীয় অলিম্পিক কমিটি | ২০০৩ | [41] |
তুর্কমেনিস্তান | TKM | তুর্কমেনিস্তান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৯০/১৯৯৩ | [42] |
সংযুক্ত আরব আমিরাত | UAE | সংযুক্ত আরব আমিরাত জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৭৯/১৯৮০ | [43] |
উজবেকিস্তান | UZB | উজবেকিস্তান জাতীয় অলিম্পিক কমিটি | ১৯৯২/১৯৯৩ | [44] |
ভিয়েতনাম | VIE | ভিয়েতনাম অলিম্পিক কমিটি | ১৯৭৬/১৯৭৯ | [45] |
ইয়েমেন | YEM | ইয়েমেন অলিম্পিক কমিটি | ১৯৭১/১৯৮১ | [46] |
দেশ | কোড | জাতীয় অলিম্পিক কমিটি | প্রতিষ্ঠাকাল | তথ্যসূত্র |
---|---|---|---|---|
ইসরায়েল | ISR | ইসরায়েল অলিম্পিক কমিটি | ১৯৩৩/১৯৫২ | [47] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.